প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- অগ্নিগর্ভ নেপাল অবশেষে কি তাহলে শান্তির পথে? যুব সমাজের বিক্ষোভের ফলে প্রচুর সরকারি সম্পত্তি ধ্বংসের পাশাপাশি গোটা নেপাল এতদিন রীতিমত আতঙ্কে ছিল। অবশেষে গতকাল রাতে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কারকি। যার ফলে সকলেই মনে করছেন যে, এবার হয়ত নেপাল শান্তির পথে এগিয়ে যাবে। আর পার্শ্ববর্তী রাষ্ট্র নেপাল হওয়ার কারণে সেখানে যদি উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়, তাহলে সীমান্তবর্তী এলাকা থাকার কারণে পশ্চিমবঙ্গে তার প্রভাব পড়তে পারে, এরকম একটা আশঙ্কা ছিলই। অবশেষে মহিলা মুখ নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরেই সোশ্যাল মিডিয়ায় তাকে শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত, নেপালের অশান্তি সামনে আসার পরেই পশ্চিমবঙ্গেও কিছুটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছিল। উত্তরবঙ্গে যাওয়ার পর নেটওয়ার্কের সমস্যা থাকায় উত্তরকন্যায় বসে তিনি নিজে পরিস্থিতির তদারকি করেছেন বলে মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে অবশেষে সেই নেপাল এখন কিছুটা শান্তির পথে। সুশীলা কারকি দায়িত্ব নেওয়ার পর পরিস্থিতি আরও শান্ত হবে বলেই আশা করছে ভারত। ইতিমধ্যেই ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন। দুই দেশের মধ্যে আরও মধুর সম্পর্ক গড়ে ওঠার ব্যাপারে আশা প্রকাশ করেছেন। আর তার মধ্যেই এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও শুভেচ্ছা জানালেন নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীকে।

এদিন সোশ্যাল মিডিয়ায় সুশীলা কারকিকে শুভেচ্ছা জানান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে তিনি লেখেন, “বাংলা, নেপালের সীমান্তের কাছাকাছি। মানুষের পারস্পারিক সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক। প্রতিবেশীর সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বের বাঁধন এবং সহযোগিতার সম্পর্ক আরও উন্নত হোক।” বিশেষজ্ঞরা বলছেন, পার্শ্ববর্তী রাষ্ট্রের সঙ্গে যদি উন্নতি না হয়, তাহলে পরবর্তীতে আন্তর্জাতিক ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। তাই নেপালের উত্তপ্ত পরিস্থিতি ধীরে ধীরে সমাধানের পথে এগিয়ে যাক, এটাই ভারত আশা করেছিল। আর অন্তবর্তী প্রধানমন্ত্রী হিসেবে সুশীলা কারকি দায়িত্ব নেওয়ার পরেই তাকে প্রধানমন্ত্রীর পাশাপাশি বাংলার মুখ্যমন্ত্রীও শুভেচ্ছা জানিয়ে দুই দেশের সম্পর্ক যাতে আরও সৌহার্দ্যপূর্ণ হয়ে ওঠে, তারই চেষ্টা করলেন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।