প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- কলকাতা হাইকোর্ট বিচার ব্যবস্থার অন্যতম ভরসা হয়ে দাঁড়িয়েছে রাজ্যের মানুষের কাছে। যেখানে পুলিশ প্রশাসনের কাছে গেলে বিচার পাওয়া যায় না, সেখানে আদালত একমাত্র ভরসার জায়গা বিচার প্রার্থীদের। এই রাজ্যের বুকে যেখানে প্রতি নিয়ত পুলিশ প্রশাসন দিয়ে হেনস্থা করার প্রক্রিয়া চলে। যেখানেপ্রতিবাদীদের মুখ বন্ধ করার প্রক্রিয়া চলে, সেখানে বিচার ব্যবস্থার কাছে বিচার প্রার্থীদের দরজার সব সময় খোলা থাকে। বেশিরভাগ ক্ষেত্রেই প্রশাসনের গা জোয়ারির বিরুদ্ধে প্রকৃত নির্দেশ দিয়ে মানুষকে আসল বিচার দেয় আদালত। আর এবার সেই আদালত, যাকে আমরা প্রণাম করি প্রতিমুহূর্তে, বিচার পাওয়ার জন্য যার কাছে গিয়ে আমাদের মাথা নত হয়ে যায়, সেই কলকাতা হাইকোর্ট সম্পর্কেই একটি খবর দেবো আপনাদের।

ইতিমধ্যেই যে খবর পাওয়া যাচ্ছে যে, কলকাতা হাইকোর্টের এতদিন যিনি প্রধান বিচারপতি ছিলেন, সেই টিএস শিবজ্ঞানম অবসর নিয়েছেন‌। স্বাভাবিক ভাবেই তার অবসরের সময়কালে কিভাবে চলবে আদালত, কে দায়িত্বে আসবেন, কার নেতৃত্বে কলকাতা হাইকোর্টের বিভিন্ন কার্যক্রম পরিচালিত হবে! এরকম একটা বিষয় সকলের মধ্যেই ঘোরাফেরা করছে। তবে এই ইতিমধ্যেই সেই নামও সামনে এসে গিয়েছে। যতদূর খবর পাওয়া যাচ্ছে যে, আপাতত প্রধান বিচারপতির পথ থেকে টিএস শিবজ্ঞানম অবসর নেওয়ার কারণে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির দায়িত্ব সামলাবেন সৌমেন সেন।

বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে এই রাজ্যের বুকে কলকাতা হাইকোর্টই একমাত্র সাধারন মানুষের ভরসার জায়গা। শুধু সাধারণ মানুষ কেন, যারা এই রাজ্যের বিরোধী দল, যারা প্রতিমুহূর্তে মিটিং মিছিল করতে গেলে পুলিশের কাছ থেকে অনুমতি পায় না, তারাও একমাত্র সঠিক বিচার পায় এই আদালত থেকেই। এমনকি প্রতিবাদী সাংবাদিক থেকে শুরু করে ইউটিউবার পর্যন্ত আদালতের দরজায় গিয়ে বারবার সুবিচার পেয়েছেন‌। স্বাভাবিকভাবেই যখন রাজ্যের বুকে প্রতিনিয়ত অন্যায় চলছে, অত্যাচার চলছে বলে একটা বড় অংশের মানুষ মনে করছেন, তখন আদালত ছাড়া তাদের বিচার চাওয়ার আর কোনো জায়গা নেই। স্বাভাবিকভাবেই প্রধান বিচারপতি পদ থেকে হয়ত সময়ের নিয়মেই কাউকে অবসর নিতে হবে। ইতিমধ্যেই সেই প্রক্রিয়া সমাপ্ত হয়েছে। তাই এবার আপাতত কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির দায়িত্বে এলেন সৌমেন সেন।