প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
আজ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৫ তম জন্মদিন। বিজেপি নেতা কর্মীরা তো বটেই, গোটা দেশবাসীও প্রধানমন্ত্রীর এই জন্মদিন উপলক্ষে তাকে শুভেচ্ছা জানাতে শুরু করেছেন। শুধু ভারতবর্ষ নয়, আন্তর্জাতিক স্তর থেকেও বিভিন্ন খ্যাতনামা ব্যক্তিরা শুভেচ্ছা জানাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রীকে। কেননা নরেন্দ্র মোদী শুধুমাত্র ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়ে নিজের বৃত্ত সম্পূর্ণ রাখেননি। তিনি এখন বিশ্বের অন্যতম বড় নেতা। তাই তার মত এত বড় মাপের ব্যক্তিত্বের জন্মদিনে সকলেই শুভেচ্ছা জানাতে শুরু করেছেন। স্বাভাবিকভাবেই বাদ যাচ্ছে না পশ্চিমবঙ্গও। পশ্চিমবঙ্গ প্রদেশের রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বিশ্বকর্মা পূজার দিনেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন পড়ায় তাকে নব ভারতের বিশ্বকর্মা বলে সম্বোধন করলেন।

আজ গোটা দেশজুড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৫ তম জন্মদিন পালন করা হচ্ছে। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন রকম কর্মসূচি নেওয়া হয়েছে। বিজেপির পক্ষ থেকে সেবাপক্ষ কর্মসূচি শুরু হচ্ছে। স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রীর জন্মদিনে যিনি দেশ সেবায় নিয়োজিত, তার জন্মদিন উপলক্ষে দেশের মানুষকে সেবা করার পক্ষেই একাধিক কর্মসূচি এবং পরিকল্পনা নিয়েছে ভারতীয় জনতা পার্টির বিভিন্ন স্তরের নেতৃত্বরা। সাধারণ মানুষও বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করছেন। কেননা প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী যে ছাপ রেখেছেন, যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, যেভাবে বিশ্বের সামনে মাথা উঁচু করে এগিয়ে যাচ্ছে ভারতবর্ষ, তাতে তার মত মহান নেতার জন্মদিনে জন সাধারনের জন্যেই একাধিক কর্মসূচি নেওয়ার হিড়িক দেখা যাচ্ছে। সকলেই আজকের দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছোট থেকে বড় হয়ে ওঠা এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থেকে শুরু করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রচেষ্টা তা নিয়ে তার প্রশংসায় পঞ্চমুখ হচ্ছেন। আর সেই কথা বলতে গিয়েই প্রধানমন্ত্রীর দিনভর মানুষের জন্য কাজ করার বিষয়টিকে সামনে তুলে ধরলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।

এদিন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিকে ৭৫ তম জন্মদিনের শুভেচ্ছা জানান বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। বালুরঘাটের বিজেপি সাংসদ বলেন, “বিশ্বকর্মা পুজোর দিনই প্রধানমন্ত্রী নব ভারতের নব বিশ্বকর্মা, তার ৭৫ তম জন্মদিন আমরা উদযাপন করতে চলেছি। আমার বহুবার সৌভাগ্য হয়েছে এবং আমি নিজেকে ভাগ্যবান মনে করি যে, এরকম একজন মানুষ, যার দূরদৃষ্টি চিন্তাভাবনা, যিনি সবকিছুর উপরে উঠে সবার সাথ, সবার বিকাশ এই চিন্তা ভাবনা নিয়ে এগিয়ে যাচ্ছেন। আর সব থেকে বড় কথা তিনি নিজের প্রাত্যহিক কাজকর্ম বাদ দিয়ে দিনের পুরোটাই দেশের মানুষের জন্য উৎসর্গ করেন।”