প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
সমাজ এগিয়ে যাচ্ছে, যত উন্নত প্রযুক্তির পথে পা বাড়াচ্ছি আমরা, ততই কি আমাদের মানসিকতা আরও বিকৃত হতে শুরু করেছে? সমাজের বিভিন্ন স্তরে ঘটে যাওয়া বিভিন্ন খবর আপনাদের সামনে তুলে ধরে প্রিয়বন্ধু বাংলা। কিন্তু আজ যে খবর প্রকাশ করতে হচ্ছে, তা বলতে গিয়ে প্রথমেই বুক কাঁপছে আমাদের। এই ধরনের ঘটনাও সমাজের বুকে ঘটতে পারে! এই ধরনের মানুষও সমাজের বুকে রয়েছে? এমন নৃশংস ঘটনা কিভাবে কেউ ঘটাতে পারে? তারা কি আদৌ মনুষ্য সমাজের কেউ! এই প্রশ্নটাই সবার আগে উঠছে। কারণ এই রাজ্যের বুকে এবার ঘটে গিয়েছে আরও এক ভয়ংকর ঘটনা। যা শুনলে আপনাদের সকলেরই গা শিউরে উঠবে।
আমরা খবর পরিবেশন করতে গিয়ে আপনাদের সামনে বিভিন্ন স্তরের খবর তুলে ধরি। কোথাও রাজ্যের বুকে অনাচার, কোথাও খুন ধর্ষণের মত একাধিক ঘটনা ঘটে। কিন্তু এবার এই রাজ্যের বুকে যে ঘটনা ঘটে গেল, তা কার্যত নজিরবিহীন শুধু নয়, অত্যন্ত পৈশাচিকও বটে। বেশ কিছুদিন ধরেই রামপুরহাটের এক নাবালিকাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পড়তে গিয়ে সেই নাবালিকা নিখোঁজ হয়ে যায় বলে অভিযোগ উঠেছিল। কিন্তু এবার সেই নাবালিকাকে পাওয়া গেল। কিন্তু সুস্থ অবস্থায় নয়, একেবারে জঙ্গলের মধ্যে তার টুকরো টুকরো দেহ উদ্ধার হলো। আর সেই দৃশ্য দেখে রীতিমত হতবাক সকলে। ইতিমধ্যেই এই ঘটনায় এক শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে।
জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই রামপুরহাটের এক নাবালিকাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পড়তে গিয়ে সেই নাবালিকা নিখোঁজ হয়ে যায়। আর তারপর থেকেই তার পরিবার হন্যে হয়ে পড়েছিল। অবশেষে কুল্লাকাটার জঙ্গল থেকে সেই নাবালিকার টুকরো টুকরো দেহ উদ্ধার হয়। আর সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই রীতিমত কান্নায় ভেঙে পড়েছে পরিবার। গোটা এলাকা জুড়ে তৈরি হয়েছে শোকের আবহ। এদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে শিক্ষক মনোজ পালকে গ্রেফতার করেছে পুলিশ। ইতিমধ্যেই রামপুরহাট থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। তবে ঠিক কি কারনে এই নাবালিকাকে এইভাবে মেরে ফেলা হলো, কেন এত নৃশংস ঘটনা ঘটছে এই রাজ্যের বুকে, সেই প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে। স্বাভাবিকভাবেই পুলিশি তদন্তে আর কি কি উঠে আসে, সেদিকেই নজর থাকবে সকলের।