প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
আজ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৫ তম জন্মদিন। গোটা দেশজুড়ে বিভিন্ন রকম অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বঙ্গ বিজেপির পক্ষ থেকেও প্রধানমন্ত্রী জন্মদিন উপলক্ষে শুরু হয়েছে সেবাপক্ষ কর্মসূচি। অনেকের মধ্যেই প্রশ্ন ঘোরাফেরা করছেন যে, প্রধানমন্ত্রী তো ৭৫ এ পা দিলেন। তাহলে কি তিনি এবার প্রধানমন্ত্রী পদ থেকে সরে যাবেন? তবে নরেন্দ্র মোদী কবে অবসর নেবেন, তা একমাত্র তিনিই জানেন। কারণ তাকে প্রধানমন্ত্রী পদ থেকে সরানো মোটেই সহজ বিষয় নয়। তিনি চাইলেই একমাত্র তিনি প্রধানমন্ত্রী পদ থেকে সরবেন। ৭৫ তম জন্মদিনের দিন নরেন্দ্র মোদিকে “অপরাজেয়” বলে সেই মন্তব্যই করলেন পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।

এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৫ তম জন্মদিন উপলক্ষে কলকাতায় জাদুঘরে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়। যা আগামী ২১ সেপ্টেম্বর পর্যন্ত চলবে বলেই খবর। যেখানে প্রধানমন্ত্রী শৈশব থেকে শুরু করে তার রাজনৈতিক জীবন বিভিন্ন মুহূর্ত সেই প্রদর্শনীর মধ্যে দিয়ে তুলে ধরা হয়েছে। আর সেই কর্মসূচির সূচনা করে সাংবাদিকদের একটি প্রশ্নের উত্তর দিতে গিয়ে প্রধানমন্ত্রী মোদীর যে কোনো বিকল্প নেই এবং তিনি যে ভারতীয় সভ্যতা এবং সংস্কৃতির অন্যতম রক্ষাকর্তা, সেই কথাও উল্লেখ করেন রাজ্য বিজেপির সভাপতি। স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কবে পদ থেকে সরবেন, সেটা একমাত্র তার ইচ্ছার ওপরেই নির্ভর করবে। কারণ তিনি যতদিন রাজনীতিতে থাকবেন, ততদিন তিনিই প্রধানমন্ত্রী থাকবেন।

এদিন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, “এই মুহূর্তে সারা ভারতবর্ষের কাছে নরেন্দ্র মোদীর কোনো বিকল্প নেই। নরেন্দ্র মোদী যতদিন রাজনীতিতে থাকবেন, ততদিন প্রধানমন্ত্রী হিসেবেই রাজনীতিতে থাকবেন এবং নরেন্দ্র মোদীর স্বেচ্ছাবসর হবে। নরেন্দ্র মোদী অপরাজেয়। কারণ নরেন্দ্র মোদী কোনো ব্যক্তি নন, নরেন্দ্র মোদী কোনো নেতা নন, নরেন্দ্র মোদী শুধু প্রধানমন্ত্রী নন, দীর্ঘদিন ধরে ভারতীয় সভ্যতার যে অবহেলা চলেছে, ভারতবর্ষকে পিছিয়ে দেওয়ার যে চক্রান্ত চলেছে, তার প্রতিবাদের প্রতিধ্বনি নরেন্দ্র মোদী। তাকে কেউ বাজেয়াপ্ত করতে পারবে না।”