প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
সম্প্রতি গোটা রাজ্যে যে ঘটনা নিয়ে আলোড়ন পড়ে যায়, তা হলো, কাকদ্বীপের একটি স্কুলে প্রধান শিক্ষককে এক তৃণমূল নেতার হেনস্থা নিয়ে। সকলের মধ্যে একটাই প্রশ্ন ছিল যে, কবে সেই তৃণমূল নেতা গ্রেপ্তার হবেন? অবশেষে গতকাল খবর আসে যে, কাকদ্বীপের সেই স্কুলের পরিচালন সমিতির সভাপতি তথা তৃণমূলের নেতা বলে পরিচিত ত্রিদিব বারুইকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সকালেই প্রিয়বন্ধু মিডিয়ার পক্ষ থেকে আমরা সেই খবর আপনাদের কাছে তুলে ধরি। আমরা সাথে সাথে এটাও বলি যে, বিরোধীরা অনেকেই আশঙ্কা করছেন যে, দুদিন পরেই এই তৃণমূল নেতা ছাড়া পেয়ে যাবেন না তো? মোটকথা মুখ বাঁচাতেই তাকে পুলিশ গ্রেফতার করেনি তো? হয়ত দুদিন তাকে জেলে রাখবে, তারপর আবার তাকে ছেড়ে দেওয়া হবে না তো? অবশেষে সেই খবর পরিবেশনের কয়েক ঘণ্টা কাটতে না কাটতেই জামিন পেয়ে গেলেন প্রধান শিক্ষক হেনস্থার ঘটনায় নাম জড়ানো তৃণমূল নেতা ত্রিদিব বারুই।
গতকাল রাতেই খবরে এসেছিল যে, কাকদ্বীপের স্কুলে প্রধান শিক্ষককে ঘাড় ধাক্কা দেওয়ার ঘটনায় স্কুলের যে পরিচালন সমিতির সভাপতির বিরুদ্ধে অভিযোগ উঠেছে, সেই তৃণমূল নেতা ত্রিদিব বারুইকে পুলিশ গ্রেফতার করেছে। সকলেই পুলিশের এই পদক্ষেপকে সাধুবাদ জানাচ্ছিলেন। সকলেই বলতে শুরু করেছিলেন যে, আর যাই হোক, রং না দেখে প্রশাসন অন্তত ব্যবস্থা নিয়েছে। তবে একটা অংশ অবশ্য বলেছিলেন যে, প্রশাসনের এই পদক্ষেপ লোক দেখানো ছাড়া আর কিছুই নয়। শুধুমাত্র নিজেদের ভাবমূর্তি স্বচ্ছ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। হয়ত দুদিন পরেই এই তৃণমূল নেতা আবার ছাড়া পেয়ে যাবেন। আর বিরোধীদের পক্ষ থেকে আসা এই বক্তব্য আমরা আজকে সকালেই আপনাদের কাছে তুলে ধরি। অবশেষে সেই কথা হুবহু মিলে গেল। এই মুহূর্তের পাওয়া সবথেকে বড় খবর যে, জামিন পেয়ে গেলেন শিক্ষা হেনস্থা কাণ্ডে নাম জড়ানো সেই তৃণমূল নেতা ত্রিদিব বারুই।
জানা গিয়েছে, জেলা ফৌজদারি আদালতের পক্ষ থেকে কাকদ্বীপের প্রধান শিক্ষককে ঘাড় ধাক্কা দেওয়ার ঘটনায় নাম জড়ানো ত্রিদিব বারুইয়ের জামিন মঞ্জুর করা হয়েছে। যার ফলে তিনি এবার হয়ত ছাড়া পেয়ে যাবেন। আর এখানেই বিরোধীরা প্রশ্ন তুলছেন যে, পুলিশ তো গ্রেপ্তার করলো। কিন্তু কেন তারা এই তৃণমূল নেতার শাস্তির পক্ষে যুক্তি দিতে পারলো না? তাহলে কি শুধুমাত্র লোক দেখানো গ্রেপ্তারি ছিল? আদালতের কাছে পুলিশের পক্ষ থেকে সঠিক বক্তব্য এবং তথ্য প্রমান দেওয়া হয়নি জন্যেই কি শেষ পর্যন্ত এই তৃণমূল নেতাকে ছেড়ে দেওয়া হলো? সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।