প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বিহারে এসআইআর চালু হওয়ার পর থেকেই এই দেশের বিরোধী রাজনৈতিক দলগুলো যেন রীতিমত আতঙ্কিত হয়ে পড়েছে। যেভাবেই হোক, তারা এই এসআইআরের প্রবল বিরোধিতা করতে শুরু করেছে। এমনকি এসআইআরের বিরুদ্ধে যখন যেমন, যা খুশি বলতে শুরু করেছেন বিরোধী রাজনৈতিক দলের নেতারা। তবে আজই নির্বাচন কমিশনের পক্ষ থেকে খবর পাওয়া গিয়েছিল যে, এসআইআর নিয়ে মিথ্যা প্রচার করলে পাল্টা কড়া পদক্ষেপ নেবে কমিশন। যেখানে তারা আসল সত্য জানাবে দেশের মানুষকে। আর তার মাঝেই লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী আজ এসআইআর নিয়ে বেশ কিছু কথা বলেছিলেন। আর সাথে সাথেই তার মিথ্যাচার নিয়ে আসল সত্য সামনে আনলো নির্বাচন কমিশন।

আজ এসআইআরের পরিপ্রেক্ষিতে বেশ কিছু মন্তব্য করেন লোকসভার কংগ্রেসদের বিরোধী দলনেতা রাহুল গান্ধী। যেখানে এসআইআরের মধ্যে দিয়ে অনলাইনে কংগ্রেস কর্মীদের নাম বাদ দেওয়া হচ্ছে বলে কমিশনের বিরুদ্ধে সরব হন তিনি। স্বাভাবিকভাবেই বিভিন্ন মহলে নির্বাচন কমিশন সম্পর্কে যে প্রশ্ন রাহুল গান্ধী তুলে দিয়েছিলেন, তা নিয়ে পাল্টা প্রশ্ন উঠতে শুরু করে। একজন লোকসভার দলনেতা, একজন সাংসদ কি করে নির্বাচন কমিশনের বিরুদ্ধে এইরকম প্রশ্নচিহ্ন তুলে দিতে পারেন? যদি এর বিন্দুমাত্র সত্যতা থাকে, তাহলে তো তা দেশের পক্ষে অত্যন্ত ভয়ংকর! আর যদি রাহুল গান্ধীর এই বক্তব্য মিথ্যা হয়, তাহলে কেন তিনি শাস্তি পাবেন না! তা নিয়েও অনেক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছিল। আর অবশেষে সেই রাহুল গান্ধীর সমস্ত বক্তব্যকে খন্ডন করে দিলো জাতীয় নির্বাচন কমিশন। এসআইআর নিয়ে তিনি যে সমস্ত কথা বলেছেন এবং যে সমস্ত অভিযোগ করেছেন, তা একেবারে মিথ্যে বলেই জানিয়ে দিলো তারা।

জানা গিয়েছে, এদিন রাহুল গান্ধীর এসআইআর নিয়ে যে সমস্ত বক্তব্য সামনে এসেছে, তার পাল্টা তথ্য দিয়েছেন নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাহুল গান্ধীর সমস্ত অভিযোগকে কার্যত খণ্ডন করে দেওয়া হয়েছে। কমিশনের পক্ষ থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে যে, রাহুল গান্ধী নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ করছেন, তা একেবারেই মিথ্যে। এমনকি দেশের জনগণকে ভুল বোঝাচ্ছেন তিনি বলেও দাবি করেছে ভারতের জাতীয় নির্বাচন কমিশন। স্বাভাবিক ভাবেই কমিশনের এই দাবির পরিপ্রেক্ষিতে রাহুল গান্ধী এতদিন ধরে এসআইআর নিয়ে যে সমস্ত অভিযোগ করেছিলেন, তা রীতিমত প্রশ্নের মুখে পড়ে গেল। পাশাপাশি তার মুখোশ খুলে গেল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এখন কমিশন রাহুল গান্ধীর এই বক্তব্যকে যেভাবে মিথ্যাচার বলে বুঝিয়ে দিলো, তাতে রাহুল গান্ধীর তরফে কোনো প্রতিক্রিয়া আসে কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।