প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
আজ ইডির বিশেষ আদালতে চন্দ্রনাথ সিনহার ভাগ্য নির্ধারণের কথা ছিল। কিন্তু দুই পক্ষের বক্তব্য শোনার পর শুনানি শেষ হয়ে গেলেও, আগামী মঙ্গলবার রায়দান করা হবে বলেই জানিয়ে দিয়েছেন বিচারপতি। স্বাভাবিকভাবেই আবার কিছুদিনের অপেক্ষা। তারপরেই চন্দ্রনাথ সিনহা জামিন পাবেন, নাকি শ্রীঘরে যাবেন, সেই সম্পর্কিত বিষয় স্পষ্ট হয়ে যাবে। তবে সকালে যখন চন্দ্রনাথ সিনার জামিন মামলার শুনানি আদালতে চলছিল। সেই সময় নবদ্বীপে নিহত বিজেপি কর্মীর প্রতি শ্রদ্ধা জানাতে কল্যাণী এইমসে উপস্থিত হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানেই সাংবাদিকরা তাকে এই বিষয়ে প্রশ্ন করেন। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আবারো পিসি-ভাইপোকে জড়িয়ে ইডির পদক্ষেপকে স্বাগত জানালেন রাজ্যের বিরোধী দলনেতা।

আজ রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার জামিন মামলার শুনানি ছিল আদালতে। কিন্তু শেষ পর্যন্ত দুই পক্ষের বক্তব্য শোনার পর রায়দান স্থগিত রেখেছেন বিচারক। আগামী মঙ্গলবার রায় দেবেন তিনি। তবে সকালে এই ব্যাপারে শুভেন্দু অধিকারীর প্রতিক্রিয়া জানতে চেয়েছিলেন সাংবাদিকরা। আর সেখানেই রাজ্যের বিরোধী দলনেতা ইডি যেভাবে রাজ্যের এই মন্ত্রীকে হেফাজতে নেওয়ার জন্য আবেদন করেছে, তা অত্যন্ত সাধুবাদযোগ্য বলেই জানিয়ে দিয়েছিলেন তিনি।

এদিন শুভেন্দু অধিকারী বলেন, “ইডি সঠিকভাবেই হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছে। কোর্ট কি করবে, আমি জানি না। আমি মনে করি, ইডি সঠিকভাবেই তার আবেদন রেখেছে কোর্টের কাছে। এইসব লোকেদের, যার আয়ের থেকে বেশি সম্পত্তি খুঁজে পেয়েছে ওনার এবং ওনার স্ত্রীর, তাতে তাদের ডেকে জিজ্ঞাসাবাদ করা উচিত। কারণ যে থিওরিটা পশ্চিমবঙ্গে চালু রয়েছে, ৭৫/২৫, তাহলে ২৫ এর যদি ১২ কোটি উদ্বৃত্ত সম্পত্তি হয়, তাহলে ৭৫ এর ৩৬। সেই ৩৬ কোথায় গিয়েছে, পিসির কাছে না ভাইপোর কাছে, এটা জানতে গেলে চন্দ্রনাথকে হেফাজতে নেওয়া দরকার।”