প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বিধানসভা নির্বাচনের আগে জেলা ধরে ধরে বৈঠক করছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর তারপরেই প্রত্যেকটি জেলায় ব্লক এবং টাউনের মাদার থেকে শুরু করে যুব, মহিলা থেকে শুরু করে শ্রমিকের সভাপতিদের নাম ঘোষণা করছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই হাওড়া জেলায় সেই কমিটি ঘোষণা হয়েছে। আর ডানকুনিতে তৃণমূলের যুব সভাপতি হিসেবে জিয়ারুল আকর দায়িত্ব পেতেই তার বিরুদ্ধে সরব হলেন তৃণমূলেরই কাউন্সিলর সূর্যকুমার দে। যেখানে নয়া যুব সভাপতির বিরুদ্ধে একাধিক অভিযোগ করলেন তিনি। এমনকি তিনি এই সমস্ত কথা বলার জন্য তার প্রাণ সংশয় হতে পারে বলেও আশঙ্কা করলেন তৃণমূলের সেই কাউন্সিলর।

ইতিমধ্যেই বেশিরভাগ জেলায় তৃণমূলের টাউন এবং ব্লকের দায়িত্বপ্রাপ্ত নেতাদের নাম ঘোষণা হয়ে গিয়েছে। তবে সেই নাম ঘোষণার পরেই আবার নতুন করে গৃহযুদ্ধ শুরু হয়ে গিয়েছে শাসক দলে। অনেকেই নতুন নাম যাদের ঘোষণা হয়েছে, তাদের মধ্যে অনেককেই মানতে পারছেন না। যার ফলে শুরু হয়েছে বিদ্রোহ। এবার ডানকুনিতে তৃণমূলের যুব সভাপতি হিসেবে যার নাম ঘোষণা হয়েছে, সেই জিয়ারুল আকরের বিরুদ্ধে প্রকাশ্যেই মন্তব্য করেছেন ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর সূর্য দে। তার বক্তব্য, তিনি কোনোমতেই যুব সভাপতি হিসেবে এই জিয়ারুল আকরকে মানবেন না। এক্ষেত্রে দলের কাছে সঠিক তথ্য যায়নি বলেই দাবি করছেন তৃণমূলের এই কাউন্সিলর। শুধু তাই নয়, তিনি জিয়ারুল আকরের বিরুদ্ধে এইভাবে বলার কারণে তার প্রাণ সংশয় পর্যন্ত হতে পারে এবং যদি তার কিছু হয়, তাহলে তার জন্য জিয়ারুল আকর দায়ী থাকবেন বলেও মন্তব্য করেছেন এই তৃণমূল কাউন্সিলর।

যদিও বা তৃণমূল কাউন্সিলর যেভাবে প্রকাশ্যে তার বিরোধিতা করছেন, তা নিয়ে সেভাবে কিছু বলতে চাননি সদ্য ডানকুনির তৃণমূলের যুব সভাপতি দায়িত্ব প্রাপ্ত জিয়ারুল আকর। তার বক্তব্য, পরিবার বড় হয়েছে। দাদা, ভাইয়ের মধ্যে সমস্যা হতেই পারে। তবে বসে সেটা মিটিয়ে নেওয়া হবে। আর এখানেই বিশেষজ্ঞরা বলছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলা ধরে ধরে বৈঠক করে নতুন কমিটি নির্ধারণ করে দিলেও, লাভের লাভ কিছু হচ্ছে না। আসলে তৃণমূল দলটার মধ্যে গোষ্ঠী কোন্দল এতটাই বেড়ে গিয়েছে যে, কেউ কাউকে মানছেন না। যার ফলে নতুন কমিটি ঘোষণা করেও লাভের লাভ হচ্ছে না। বরঞ্চ নতুন কমিটিতে যারা জায়গা পেলেন, আর যারা জায়গা পেলেন না, তাদের মধ্যেই এবার প্রকাশ্যে যে ভয়ংকর দ্বন্দ্ব শুরু হয়ে যাবে, আর তার ফলে যে আগামী নির্বাচনে এই কমিটি দিয়ে ভোট বৈতরণী পার করা অপেক্ষা বিপর্যয়ের মুখে পড়বে তৃণমূল কংগ্রেস, সেই ব্যাপারে নিশ্চিত রাজনৈতিক সমালোচকরা।