প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
২৬ এর বিধানসভা নির্বাচনে বাংলা দখল বিজেপির প্রধান লক্ষ্য। ইতিমধ্যেই কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের বাংলায় বারবার করে আসার মধ্যে দিয়েই তা স্পষ্ট হয়ে গিয়েছে। তবে বাংলা ও বাঙালির প্রিয় ধর্মীয় উৎসব হচ্ছে দুর্গাপুজো। একদিকে বিজেপি হিন্দু ভোটকে একত্রিত করার চেষ্টা করছে, আর অন্যদিকে তৃণমূলের বিরুদ্ধে তারাই যে একমাত্র বিকল্প দল, তা প্রমাণের জন্য মরিয়া হয়ে উঠেছে। আর সেই জায়গায় দাঁড়িয়ে যখন সামনেই দুর্গাপুজো, তখন তৃণমূলকে টেক্কা দিয়ে সর্বভারতীয় বিজেপির একাধিক নেতৃত্ব কি বাংলায় দুর্গাপুজোয় সামিল হয়ে নিজেদেরকে আরও বেশি বাংলাপ্রেমী দল হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবে? এইরকম একটা প্রশ্ন অনেকের মধ্যেই ছিল। এমনকি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও দিল্লিতে গিয়ে রাজ্যে দুর্গাপুজোয় আসার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আমন্ত্রণ পর্যন্ত জানিয়েছিলেন। আর অবশেষে পুজোর মধ্যেই বাংলায় আসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
বলা বাহুল্য, হাতে আর কয়েকদিন বাকি। তারপরেই শুরু হয়ে যাবে বাংলা ও বাঙালির প্রিয় ধর্মীয় উৎসব দুর্গাপুজো। আর সেই দুর্গাপুজোকে কেন্দ্র করে তৃণমূল থেকে শুরু করে বিজেপি, প্রত্যেকেই জনসংযোগ করার একটা মাধ্যম খুঁজে পাওয়ার চেষ্টা করছে। ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় পূজা উদ্বোধন শুরু করে দিয়েছেন। আর তার মধ্যেই বিজেপি কর্মীদের জন্য অত্যন্ত আনন্দের খবর সামনে এলো। যেখানে আগামী ২৬ সেপ্টেম্বর অর্থাৎ চতুর্থীর দিনেই বাংলায় পা রাখতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
জানা গিয়েছে, আগামী চতুর্থীর দিনেই পশ্চিমবঙ্গে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। যেখানে একাধিক পুজো উদ্বোধন করতে পারেন তিনি শুধু তাই নয়, ইজেডসিসিতেও যে পুজোর প্রস্তুতি চলছে, সেখানেও উপস্থিত হতে পারেন অমিত শাহ। স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে বাংলা ও বাঙালির সবথেকে বড় ধর্মীয় উৎসবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আগমন অত্যন্ত আনন্দের কারণ হয়ে দাঁড়াবে বিজেপি নেতা কর্মীদের কাছে। এর ফলে আগামী দিনে ২৬ এর বিধানসভা নির্বাচনে লড়াই করার ক্ষেত্রে আরও বেশি করে উন্মাদনা পাবে গেরুয়া শিবিরের সর্বস্তরের নেতা কর্মীরা বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।