প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- এবারের পূজোয় যে দুর্যোগ হবে, তার কিছুটা আভাস আলিপুর আবহাওয়া দপ্তর আগেই দিয়ে রেখেছিল। তবে গতকাল শহর কলকাতায় যে মেঘ ভাঙ্গা বৃষ্টি হয়েছে, তার কোনো পূর্বাভাস সেভাবে হয়ত ছিল না। এত বৃষ্টি হতে পারে কলকাতা শহরে, তা কল্পনা করা যায় না বলেই মন্তব্য করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। পূজোর মধ্যে একটি নিম্নচাপ ঘনীভূত হওয়ার আশঙ্কা রয়েছে। তবে তার আগে পূজো মন্ডপগুলি যখন প্রস্তুতি নিচ্ছে, যখন একের পর এক ক্লাব উদ্বোধন চলছে, তখন এই মেঘ ভাঙ্গা বৃষ্টিতে রীতিমত মাথায় হাত পড়েছে পূজো উদ্যোক্তাদের। আজ গোটা কলকাতা শহর পুরো জলের তলায় চলে গিয়েছে। আর এই পরিস্থিতিতে পুজোর ছুটির দুই চার দিন দেরি থাকলেও, প্রাকৃতিক দুর্যোগের ফলে যে ভয়াবহ পরিস্থিতি হয়েছে, তার পরিপ্রেক্ষিতে আজ থেকেই শুধু কলকাতা নয়, গোটা রাজ্যের সমস্ত সরকারি স্কুলেই ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আজ সকাল থেকেই শহর কলকাতার মানুষ দেখেছে, বাড়ির সামনে হাঁটু সমান জল। সরকারি হাসপাতাল থেকে শুরু করে থানা, একাধিক জায়গায় জল জমেছে। যার ফলে নিত্যযাত্রী থেকে শুরু করে অফিস যাত্রীরা নিজেদের গন্তব্যে পৌঁছতে পারছেন না। সকলেই সমস্যার মুখে পড়েছেন। তাই যে পরিমাণ প্রাকৃতিক দুর্যোগ গতকাল রাতেও হয়েছে, তার পরিপ্রেক্ষিতে আজ পরিস্থিতি বিবেচনা করে গোটা রাজ্যেই স্কুলগুলিতে পূজোর ছুটি এগিয়ে আনার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।
এদিন কলকাতার দুর্যোগ নিয়ে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আমরা ইতিমধ্যেই একটা কাজ করেছি। আমরা শিক্ষা দপ্তরকে বলেছি, আজ থেকেই সমস্ত স্কুলগুলিতে ছুটি দিয়ে দাও। আর প্রাইভেট স্কুলগুলি, তারা তো আমাদের কথা শোনে না। তবুও তাদের আমরা বলব, একটা নোটিফিকেশন করতে।” অর্থাৎ শহর কলকাতায় যে দুর্যোগ হয়েছে, তাতে পুজোর ছুটি দুদিন পরে পড়ার কথা থাকলেও, আজ থেকেই পরিস্থিতি বিবেচনা করে, স্কুলগুলিতে সেই ছুটি ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি গোটা রাজ্যেই সমস্ত স্কুলগুলিতে যে আজ থেকেই পূজার ছুটি পড়ে যাবে সেই ঘোষণাও করে দিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান।