প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
গতকাল থেকে টানা বৃষ্টির ফলে জলমগ্ন হয়ে পড়েছে গোটা কলকাতা। এত বৃষ্টি তিনি এর আগে কখনও দেখেননি বলেই মন্তব্য করেছেন মেয়র ববি হাকিম। তবে বিরোধীরা অবশ্য দাবী করছে, কলকাতাকে লন্ডন বানাতে গিয়ে মুখ্যমন্ত্রী টেমস নদী বানিয়ে ফেলেছেন। যার ফলস্বরূপ নিকাশি ব্যবস্থার করুন পরিস্থিতির জন্য গোটা কলকাতায় এত ভয়াবহভাবে জল জমেছে। তবে বিরোধীদের সেই যুক্তি অবশ্য শাসক মানতে নারাজ। তবে এসবের মধ্যেই রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পৌরসভার মেয়রকে দেখা গেল নিজের বাড়ির পাশে নিকাশি ব্যবস্থা পরিষ্কার করার কাজে হাত লাগাচ্ছেন। যেখানে জল যাতে ঠিকমত বের হতে পারে, তার জন্য নর্দমার মধ্যে যে সমস্ত নোংরা দিয়ে সেই জল আটকে রয়েছে, তা ছাতার সাহায্যে তুলে ফেলছেন তিনি। আর এই দৃশ্য সামনে আসার পরেই আরও বেশি করে পৌরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা।

এদিন কলকাতা শহরে যে ভয়াবহ জল জমার চিত্র সামনে এসেছে, তারপরেই কন্ট্রোল রুমে যান মেয়র ববি হাকিম‌। পরবর্তীতে নিজের এলাকায় নর্দমা পরিষ্কার করতেও দেখা যায় তাকে। যেখানে নর্দমার মধ্যে যে সমস্ত নোংরা জল পড়ে রয়েছে, তা যাতে বেরিয়ে যায় তার জন্য হাত লাগান তিনি বিভিন্ন সংবাদমাধ্যমে সেই খবর সামনে এসেছে তবে এখানেই দেখা যায় মেয়র আবার বলছেন যে ড্রেনের মধ্যে এত আবর্জনা রয়েছে যার জন্য জল দিতে পারছে না আর এখানেই তো পৌরসভার ভূমিকা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন।

বিরোধীদের বক্তব্য, তাহলে পৌরসভায় নিকাশি ব্যবস্থা স্বচ্ছ ভাবে পরিচালিত হয় না‌। যার জন্য নর্দমার মধ্যে ড্রেনের মধ্যে এত আবর্জনা রয়েছেঋ যদি সঠিকভাবে নিকাশি ব্যবস্থার দেখাশোনা হতো, তাহলে এত নোংরা নর্দমার মধ্যে থাকত না। আর খুব সহজেই তাহলে জল চলে যেতে পারত। মেয়র নিজেই এই সাফাই কাজে হাত লাগিয়ে নিজেদের ব্যর্থতার বিষয়টি সামনে এনে দিলেন। যার ফলে এই পৌরসভার মেয়র এখন ড্যামেজ কন্ট্রোল করতে পথে নামলেও উল্টো ফল হলো বলেই কটাক্ষ করছে বিরোধীরা।