প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
একদিকে প্রাকৃতিক দুর্যোগে রীতিমত বিপর্যস্ত কলকাতা। জলমগ্ন কলকাতায় এই ভয়াবহ রূপ অতীতে আগে কখনও দেখা যায়নি বলেই জানিয়েছেন কলকাতার মেয়র ববি হাকিম। আর তার মধ্যেই এবার গোদের ওপর বিষফোড়ার মত লেগে গেল আগুন। যেখানে ম্যান্ডেভিলা গার্ডেনের কাছে দুটি দোকানে আগুন লাগার ঘটনা ঘটেছে। স্বাভাবিকভাবেই একদিকে যখন জমা জলের মধ্যে বিদ্যুৎপৃষ্ট হয়ে একের পর এক মানুষের মৃত্যুর খবর আসছে, তার মধ্যে এই জলমগ্ন কলকাতায় দুটি দোকানে আগুন লেগে যাওয়ার ঘটনায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে।
বলা বাহুল্য, গতকাল রাত থেকে টানা পাঁচ ঘন্টার রেকর্ড বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে গোটা কলকাতা। রাস্তায় যান চলাচল সেভাবে দেখা যাচ্ছে না। বহু ট্রেন বাতিল হয়েছে। আর এই পরিস্থিতিতে পূজোর মুখে মাথায় হাত পড়েছে উদ্যোক্তাদের। পরিস্থিতি যে অত্যন্ত চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে তা মেয়রের বক্তব্যের মধ্যে দিয়েই পরিষ্কার আজকের জন্য কলকাতার মানুষকে বাড়ির বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছেন তিনি। যদিও বা বিরোধীরা সরকারের এত উন্নয়ন কোথায় গেল, তা নিয়ে পাল্টা প্রশ্ন তুলতে শুরু করেছেন। আর তার মধ্যেই প্রাকৃতিক বিপর্যয়ে বিপর্যস্ত কলকাতায় লেগে গেল আগুন।
জানা গিয়েছে, আজ ম্যান্ডেভিলা গার্ডেনের কাছে দুটি দোকানে আগুন লেগেছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে দমকলের চারটি ইঞ্জিন। যেখানে একেবারে এক কোমর জলে দমকল কর্মীরা আগুন নেভানোর কাজ করছেন। একইভাবে একদিকে প্রাকৃতিক দুর্যোগ, অন্যদিকে এই আগুন লাগার ঘটনায় খবর পেয়েই পৌঁছে গিয়েছেন কলকাতার মেয়র ববি হাকিম। তিনিও কোমর জলে দাঁড়িয়ে পরিস্থিতির দিকে নজর রাখছেন। জমা জলে এমনিতেই কোথায় বিদ্যুতের তার পড়ে রয়েছে, তা নিয়ে আতঙ্কে রয়েছে অনেকেই। আর তার মধ্যে যেভাবে দুটি দোকানে আগুন লেগে যাওয়ার ঘটনা ঘটলো, তাতে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে দমকল কর্মীদের চেষ্টায় সেই আগুন কখন নিয়ন্ত্রনে আসে, সেদিকেই নজর থাকবে সকলের।