প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যের তৃণমূল সরকারের আমলে কাজের কাজ কিছুই হয় না। মানুষের যা অভাব অভিযোগ রয়েছে, তা নিয়ে সমস্যার সমাধান করে না তৃণমূল সরকার। উল্টে তাদের কাছে যদি কেউ কিছু বলতে যায়, তাহলে তারা কেন্দ্রীয় সরকারের ঘাড়ে দোষ চাপান। এক্ষেত্রে সাম্প্রতিককালে মালদহ থেকে শুরু করে মুর্শিদাবাদের যে গঙ্গা ভাঙন দেখতে পাওয়া যাচ্ছে, তা নিয়েও কেন্দ্রের বিরুদ্ধে মন্তব্য করছেন তৃণমূলের নেতারা। তবে আজ মুর্শিদাবাদ থেকেই বিজেপি ক্ষমতায় এলে হিন্দু থেকে মুসলমান, কোনো জাত না দেখে গঙ্গা ভাঙন আটকানোর জন্য বড় পদক্ষেপ নেওয়া হবে বলে মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
ইতিমধ্যেই ২০২৬ এর নির্বাচনে বিজেপিকে ক্ষমতায় আনার জন্য সাধারণ মানুষের কাছে অনেক প্রতিশ্রুতি দিচ্ছেন বিজেপি নেতারা। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যের প্রকট সমস্যাগুলোর সমাধান হবে বলে দাবি করছেন। আর আজ গঙ্গা ভাঙন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিজেপি ক্ষমতায় এলে সমাজের সর্বস্তরের মানুষকে উপকৃত করতে কি করে সেই গঙ্গা ভাঙন আটকানো হবে, তা নিয়ে বড় প্রতিশ্রুতি দিয়ে গেলেন। তার বক্তব্য, বাংলাদেশে যেভাবে আটকে দেওয়া হয়েছে, এপারেও সেই ভাবে আটকে দেওয়া হবে। যার ফলে গঙ্গা ভাঙ্গনের সম্পূর্ণ সমস্যার সমাধান হবে।
এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “বিজেপি ক্ষমতায় এলে ওপারে বাংলাদেশ যেমন বেঁধে দিয়েছে, আমরাও এপারে বেঁধে দেব। একটাও গঙ্গা ভাঙন হবে না। কোনো হিন্দুর বাড়িও যাবে না, কোনো মুসলমানের বাড়িও যাবে না। যারা ভারতীয়, আমরা তাদের পক্ষে। আমরা হিন্দু, মুসলমান দেখি না। ওটা ওরা করে। আমরা করি না।”