প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যে আইন-শৃঙ্খলা বলতে আর কিছু নেই। পুলিশ, প্রশাসন তৃণমূলের দলদাস হয়ে কাজ করে। বিভিন্ন সময়ে সেই অভিযোগ করে বিরোধীরা। তবে যে পুলিশের ভাবমূর্তি নিয়ে এতদিন কোনো প্রশ্ন ছিল না,যে পুলিশকে দেখে মানুষ সমূহ করত ভয় পেত, আইনশৃঙ্খলা রক্ষা করার কাজে পুলিশের নিয়মকে সকলে মেনে চলত, সেই পুলিশের প্রতি কেন এত আক্রমনাত্মক হয়ে উঠছেন সকলে? বিরোধীরা বিভিন্ন কারণে পুলিশের বিরুদ্ধে অভিযোগ করে, তা না হয় মেনে নেওয়া যায়। কিন্তু সেই পুলিশ আইন মেনে কাউকে কোনো নির্দেশ দিলেও, কেন পুলিশের পুলিশের দিকেই তেড়ে আসবেন কোনো ব্যক্তি? আজ বীরভূমে যে ঘটনা ঘটে গেল, তারপর প্রশ্ন উঠছে যে, এত সাহস এই সমস্ত মানুষরা পাচ্ছে কোথা থেকে, যে, পুলিশের গায়ে তারা হাত তুলতে শুরু করেছে?
কি ঘটনা ঘটেছে, আগে সেটা জেনে নেওয়া যাক। আজ বীরভূমে এক উর্দিধারী অর্থাৎ পুলিশ অফিসারের গায়ে হাত তুলেছেন এক সামান্য টোটো চালক। অনেকেই হয়তো শুনে শিউরে উঠবেন। কিন্তু এটাই ঘটনা ঘটেছে। যার ফলে সকলেই বলছেন যে, এই সমস্ত ব্যক্তিরা এত বড় সাহস কোথা থেকে পাচ্ছে? কেন পুলিশকে দেখে মানুষের ভয় চলে গেছে? জানা গিয়েছে, এদিন সিউড়ি থানার এক কনস্টেবল এক টোটো চালককে তার টোটো সরাতে বলেন। আর এটাই সেই কনস্টেবলের অপরাধ হয়ে গিয়েছে। যার ফলে গন্ডগোলের সূত্রপাত এবং পরবর্তীতে সেই টোটো চালক সেই কনস্টেবলের মুখে ঘুসি মারেন বলে অভিযোগ। পরবর্তীতে অবশ্য সেই টোটো চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
আর এখানেই বিরোধীরা প্রশ্ন তুলছেন যে, পুলিশকে দেখে মানুষ আর কেন ভয় পাচ্ছে না? কেন আইন হাতে তুলে নেওয়ার মত ঘটনা ঘটছে? বিরোধীরা বিভিন্ন কারণে পুলিশের বিরুদ্ধে সোচ্চার হয়, সেটা তো রাজনৈতিক কারণে হয়, এটা অত্যন্ত স্বাভাবিক ঘটনা। কিন্তু তাই বলে কোনো একজন সাধারন মানুষকে আইন মেনে চলার কথা বলে কেন পুলিশকে আক্রান্ত হতে হবে? তাহলে কি পুলিশের প্রতি মানুষের ভরসা কমে যাচ্ছে! আর সেই কারণেই আইন হাতে তুলে নিয়ে পুলিশের ওপর আক্রমণ করার রেওয়াজ তৈরি হয়েছে এই রাজ্যে? প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।