প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যের বিরোধী দলনেতা পিতৃপক্ষে পূজো উদ্বোধন করা নিয়ে মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করেছেন। এমনকি হিন্দুধর্ম জন্যেই যেভাবেই হোক, এই ধর্মকে অপমান করার চেষ্টা করছেন এই রাজ্যের প্রশাসনিক প্রধান বলেও সোচ্চার হয়েছেন তিনি। এমনকি হিজাব পড়ে মুখ্যমন্ত্রীর পুজো উদ্বোধন যে মা দুর্গা ভালো মত নেয়নি এবং সেই কারণেই যে তার অভিশাপের ফলে কলকাতার এই জলমগ্ন পরিস্থিতি, সেই কথাও উল্লেখ করেছেন শুভেন্দু অধিকারী। আর যেভাবে ক্রমাগত এই পশ্চিমবঙ্গের বুকে হিন্দুদের সব থেকে পবিত্র ধর্মীয় উৎসবে শাস্ত্রকে অমান্য করা হচ্ছে, তা নিয়ে মোটেই মন ভালো নেই রাজ্যের বিরোধী দলনেতার। মুর্শিদাবাদে দুর্গাপুজোর সূচনায় গিয়ে সেই কথাই উল্লেখ করলেন তিনি।

গতকাল মুর্শিদাবাদের একাধিক দূর্গাপূজার সূচনা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানেই বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দুবাবু আফসোস করেন যে, এই রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী দুর্গাপুজোকে কালচারাল উৎসবে পরিণত করার চেষ্টা করছেন। আর সেই কারণেই সমস্ত শাস্ত্রকে অমান্য করা হচ্ছে। আর হিন্দু শাস্ত্রকে অমান্য করার কারণে হিন্দু সনাতনীরা মোটেই খুশি নন বলেই দাবি করেন তিনি। এক্ষেত্রে মায়ের বোধন থেকে শুরু করে কলা বউ স্নান, কোনো কিছুর নিয়ম পালন না করে পিতৃপক্ষেই যেভাবে পূজা উদ্বোধন করে দেওয়া হচ্ছে, তা একেবারেই হিন্দু রীতিনীতির বিরোধী বলেই দাবি রাজ্যের বিরোধী দলনেতার।

এদিন মুর্শিদাবাদে একাধিক দুর্গাপুজোর সূচনা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানেই বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “অনেকে চায়, দুর্গা পুজোকে কালচারাল উৎসবে পরিণত করতে। অনেকে চায়, আমাদের যে পঞ্জিকা শাস্ত্র, হিন্দুদের যে হাজার হাজার বছরের রীতিনীতি, সেগুলো সব বদলে দিতে। তাই দুঃখ লাগে, যখন পিতৃপক্ষ, যা আমাদের কাছে শুভ নয়, তখনও কেউ বা কারা জোর করে উদ্বোধন করতে চলে যান। আমাদের খুব কষ্ট হয়, কারণ, দেবীর বোধন, কলাবউ স্নান, অষ্টমীর পুষ্পাঞ্জলি, নবমীর আরতি, দশমীর দধিকর্মা সহ ঘট নিরঞ্জন, সবই হিন্দু শাস্ত্র, রীতিনীতি মেনে হয়।”