প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যের মুখ্যমন্ত্রী কলকাতা জলমগ্ন হয়ে যাওয়ার পর যেভাবে বিদ্যুৎপৃষ্ট হয়ে প্রচুর মানুষের মৃত্যু হয়েছে, তা নিয়ে বেসরকারি বিদ্যুৎ সংস্থা সিইএসসিকে দায়ী করতে শুরু করেছেন। তবে শুধুমাত্র মুখেই দায়ী করেই তিনি থেমে যাচ্ছেন। কিন্তু বাস্তবে পদক্ষেপ নেওয়ার মত কোনো সাহস এই বেসরকারি বিদ্যুৎ সংস্থা এবং তার কর্ণধারের বিরুদ্ধে অন্তত রাজ্যের মুখ্যমন্ত্রীর নেই। কেননা ভোটের সময় যে বিপুল ফান্ডিং হয়, তাতে এই বেসরকারি বিদ্যুৎ সংস্থার একটা বড় অবদান থাকে তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে। তাই শুধুমাত্র দায় চাপিয়ে বিষয়টিকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী। কিন্তু বাস্তবে এদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার মত সাহস তার নেই বলেই দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।
ইতিমধ্যেই কলকাতায় জলমগ্ন অবস্থায় বিদ্যুৎপৃষ্ট হয়ে প্রায় ১০ জন মানুষের মৃত্যু হয়েছে। আর তারপরেই এই রাজ্যের মুখ্যমন্ত্রী বেসরকারি বিদ্যুৎ সংস্থার ঘাড়ে দায় চাপাচ্ছেন। তবে সত্যিই যদি সেই বেসরকারি বিদ্যুৎসংস্থার সব দায় হয়ে থাকবে, যদি রাজ্য সরকারের বা কলকাতা পৌরসভার কোনো দায় নাই থাকবে, তাহলে কেন রাজ্য তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারছে না? এই প্রশ্ন বিভিন্ন মহলে উঠছে। তবে রাজ্য পদক্ষেপ নিতে পারছে না, নাকি মন থেকেই পদক্ষেপ নিচ্ছে না, এবার সেই রকমই প্রশ্ন তুলে দিয়ে রাজ্য প্রশাসনকে রীতিমত চাপের মুখে ফেলে দিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি।
এদিন বেসরকারি বিদ্যুৎ সংস্থার ঘাড়ে মুখ্যমন্ত্রী সমস্ত দায়ী চাপালেও, কেন তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হচ্ছে না, তা নিয়ে সুকান্তবাবুকে প্রশ্ন করেন সাংবাদিকরা। আর সেই প্রশ্নের উত্তরই তিনি বলেন, “পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রীর ক্ষমতায় আসার যারা মূল কারিগর, যারা সব থেকে বেশি তৃণমূল কংগ্রেসকে ফান্ডিং করে, তারা কারা? এই সিইএসসি, গোয়েঙ্কা গ্রুপ। তারা সব থেকে বেশি পয়সা দেয় তৃণমূল কংগ্রেসকে। মুখ্যমন্ত্রীর ক্ষমতা আছে নাকি ওদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে? ক্ষমতা নেই। শুধু দায়ভার চাপিয়ে দিয়ে পালিয়ে যাচ্ছেন। বাইপাস করে চলে যাচ্ছেন।”