প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যে তৃণমূল যা বলবে, সেটাই ঠিক। তৃণমূলের বিরুদ্ধে গেলে এবং বিজেপি নেতারা কোনো সামাজিক কর্মসূচি থেকে শুরু করে পুজো করতে গেলেই তাতে বাধা দেবে প্রশাসন। বেছে বেছে বিজেপি নেতারা যে সমস্ত ক্লাব কমিটির সঙ্গে যুক্ত, সেখানে প্রশাসনকে দিয়ে প্রতি মুহূর্তে অসুবিধে সৃষ্টি করার চেষ্টা চলছে। ইতিমধ্যেই সেই অভিযোগ তুলতে শুরু করেছেন বিজেপি নেতারা। শুধু তাই নয়, সাগরে অপারেশন সিঁদুর থিম রাখার কারণে প্রশাসনের চাপে একটি পুজো বন্ধ করে দিতে হয়েছে ক্লাব উদ্যোক্তাদের। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে, তৃণমূলের মত না হলেই কি প্রশাসনকে লাগিয়ে তারা সেই পুজো বন্ধ করে দেবে? এটা কি হিন্দু সনাতনীদের রীতিনীতিতে বাধা দেওয়া নয়? আর সেই বিষয় নিয়েই এবার শাসক শিবিরকে কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।

এদিন সাংবাদিকরা অপারেশন সিঁদুর থিম করার কারণে যেভাবে দক্ষিণ ২৪ পরগনার সাগরে একটি পুজো বন্ধ করে দেওয়া হয়েছে, তা নিয়ে দিলীপবাবুকে প্রশ্ন করেন সাংবাদিকরা। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে দিলীপ ঘোষ স্পষ্ট ভাষায় জানিয়ে দেন যে, এই রাজ্যের বুকে তৃণমূল যেটা বলবে, সেটাই ঠিক। যে সমস্ত ক্লাব কমিটির সঙ্গে বিজেপি নেতারা জড়িত, সেখানে রাত্রিবেলা গিয়ে পুলিশ চমকাচ্ছে। তাদের ভয় দেখানোর চেষ্টা করছে।

এদিন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ বলেন, “এখানে অপারেশন সিঁদুর চলবে না, ভারতমাতা জয় চলবে না। এখানে জয় বাংলা লিখতে হবে। আসলে বাংলাদেশ বানাতে হবে তো! যত পুজো, যেখানে কোথাও কোথাও আমাদের লোকেরা যুক্ত হয়েছে, হাজারঝ রকম সমস্যা‌। রাত্রিবেলা পুলিশ এসে চমকাচ্ছে, পুজো করতে দেবে না। শুধু তাই নয়, অপারেশন সিঁদুর কলকাতায় হয়েছে সজল ঘোষেদের। সেখানে আপনারা দেখেছেন, রাত্রি ১২ টায় এসে পুলিশ চমকাচ্ছে। এটা কেন, ওটা কেন! পুজো অনেক হচ্ছে। সরকারি টাকায় হচ্ছে, সেখানে কোনো দোষ নেই। কিন্তু আমরা কিছু করতে গেলেই পুলিশ সেখানে করতে দেবে না।”