প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- নিয়োগ দুর্নীতি নিয়ে এই রাজ্যের শাসকদলের অস্বস্তি ক্রমশ বেড়েই চলেছে। তবে উৎসবের আগে কিছুটা স্বস্তি পেয়েছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। ইডির পক্ষ থেকে তাকে হেফাজতে নেওয়ার আবেদন করা হয়েছিল ঠিকই। কিন্তু আদালত শেষ পর্যন্ত ইডির সেই আবেদন খারিজ করে দিয়েছে। উল্টে জানিয়ে দিয়েছে যে, রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে গতকাল এবং আজ জেরা করতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই মত গতকালের পর আজও ইডির জেরার মুখোমুখি হলেন রাজ্যের এই মন্ত্রী।
প্রসঙ্গত, এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস নিয়োগ দুর্নীতি নিয়ে ব্যাপক চাপে পড়েছে। ইতিমধ্যেই তৃণমূলের অনেক নেতা থেকে শুরু করে জনপ্রতিনিধিরা জেলের মধ্যে রয়েছেন। যার ফলে বিরোধীরা দাবি করছে যে, গোটা তৃণমূল দলটাই দুর্নীতিতে জড়িত। আর তার মধ্যেই রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে ইডি হেফাজতে নেওয়ার জন্য আদালতে আবেদন করেছিল। কিন্তু শেষ পর্যন্ত তাদের আবেদন খারিজ হয়ে যায়। বরঞ্চ আদালত জানিয়ে দেয় যে, গতকাল এবং আজ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মুখোমুখি হতে হবে রাজ্যের মন্ত্রীকে। গতকালও তিনি ইডির মুখোমুখি হয়েছিলেন। আর আজও উৎসবের আগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মুখোমুখি হলেন চন্দ্রনাথ সিনহা।
বিশেষজ্ঞরা বলছেন, আদালতের নির্দেশ হয়তো ইডি হেফাজত হয়নি রাজ্যের এই মন্ত্রীর। কিন্তু তিনিও খুব একটা শান্তিতে নেই। কারণ আদালতের নির্দেশে তাকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মুখোমুখি হতে হচ্ছে। স্বাভাবিকভাবেই উৎসবের আগে মন্ত্রীর এই জেরা পর্ব তাকে যথেষ্ট অস্বস্তিতে ফেলে দিচ্ছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে এই জেরা থেকে যে নতুন তথ্য ইডি পাবে, তার পরিপ্রেক্ষিতে তারা আবার বড় কোনো পদক্ষেপ গ্রহণ করে কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।