দুর্গাপুরে তরুনী চিকিৎসককে ধর্ষণ, সুবিচারের দাবিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি!

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যে মহিলাদের নিরাপত্তা বলে যে কিছু নেই, তা আরজিকরের ঘটনার পর স্পষ্ট হয়ে গিয়েছিল। তবে অনেকেই ভেবেছিলেন, যেভাবে প্রতিবাদ হয়েছে, যেভাবে দিকে দিকে বিক্ষোভ হয়েছে, যেভাবে নারী নিরাপত্তার দাবিতে আওয়াজ উঠেছে, তাতে এরপর আর এরকম কোনো ঘটনা ঘটবে না। কিন্তু তারপরেও রাজ্যে ঘটে গিয়েছে একাধিক নারী নির্যাতনের মত ঘটনা। আর এবার আরজিকরের মতই দুর্গাপুরে এক বেসরকারি মেডিকেল কলেজে তরুণী চিকিৎসককে গণধর্ষণের অভিযোগ উঠলো।‌ যেখানে সেই তরুণী চিকিৎসক বাইরে খাবার আনতে যাওয়ার সময় তার পথ আটকে দেয় কিছু ব্যক্তি। আর সেখানেই তাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ।

 

 

 

আর যেভাবে আরজিকরের পর আবার এই রকম একটি ঘটনা ঘটে গেল, তাতে শুরু হয়েছে প্রতিবাদ। কিন্তু প্রতিবাদ করে কি হবে? এর আগেও তো এইরকম ঘটনা ঘটেছে! তারপরেও তো কেউ শিক্ষা নেয়নি। আবার তো এক তরুণীর চিকিৎসকের সঙ্গে এত মর্মান্তিক ঘটনা ঘটে গেল। ফলে প্রশাসনের ভূমিকা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে আরজিকরের ঘটনার পর চিকিৎসকদের পক্ষ থেকে যে প্রতিবাদ সংগঠিত হয়েছিল, এবার তারাই দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজে এক তরুণী চিকিৎসকের সঙ্গে এই ধরনের ঘটনা ঘটার পর বড় পদক্ষেপ গ্রহণ করেছেন।

 

 

 

 

জানা গিয়েছে, ইতিমধ্যেই দুর্গাপুরের এই ঘটনা সামনে আসার পর পদক্ষেপ নিয়েছে ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম। যেখানে গোটা ঘটনায় দেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতিকে একটি চিঠি দিয়েছেন তারা। মূলত, যাতে এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্বতঃ প্রণোদিত হয়ে ব্যবস্থা গ্রহণ করা হয়, তার জন্যই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দেওয়া হয়েছে চিকিৎসকদের এই ফোরামের পক্ষ থেকে। শুধু তাই নয়, আরজিকরের ঘটনার ঘটার পর যেভাবে প্রশাসনের গাফিলতি নিয়ে প্রশ্ন উঠেছিল, এক্ষেত্রেও সেই গাফিলতির কথা তুলে ধরেছেন প্রতিবাদী চিকিৎসকরা। গোটা ঘটনায় যাতে নিরপেক্ষ তদন্ত হয়, তার জন্যেও দেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতির কাছে দেওয়া চিঠিতে আবেদন জানিয়েছেন তারা। স্বাভাবিকভাবেই দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজের চিকিৎসক তরুণীর সঙ্গে এই জঘন্য ঘটনা ঘটার পর যেভাবে ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম পদক্ষেপ গ্রহণ করলেন, তাতে শীর্ষ আদালত তাদের এই আবেদনে সাড়া দেয় কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।