প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- কিছুদিন আগেই ভয়ংকর দুর্যোগের মুখে পড়েছিল উত্তরবঙ্গ। এখনও পর্যন্ত সেখানকার পরিস্থিতি স্বাভাবিক হয়নি। সকলেই নিজেদের মত করে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। তবে প্রশাসনের উদাসীনতা নিয়ে প্রথম দিন থেকেই সোচ্চার ছিল বিরোধীরা। আর এর মাঝেই আগামী সোমবার আবার সেই উত্তরবঙ্গে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার আগে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য তৃণমূলের পক্ষ থেকে অনেক পতাকা লাগানো হয়েছে। আর সেই পতাকা গুলো ঠিকমত লাগানো হয়েছে কিনা, তা দেখার জন্য যেভাবে পুলিশ আধিকারিকদের তৎপরতা লক্ষ্য করা গেল, তার ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুলে ধরে পুলিশ প্রশাসন কতটা দলদাসের মত কাজ করে, মানুষের বিপদে বন্যা বিপর্যয়ে না থেকে মুখ্যমন্ত্রী আসার আগে তৃণমূলের পতাকা ঠিক মত লাগানো হয়েছে কিনা, তার দিকে কিভাবে নজর দেয়, সেই সংক্রান্ত তথ্য তুলে ধরলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

যতদূর খবর পাওয়া যাচ্ছে যে, আগামী সোমবার আবার মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরে যাবেন। ইতিমধ্যেই তা নিয়ে একপ্রস্থ কটাক্ষ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে আজ আবার তিনি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে যে, পুলিশ আধিকারিকরা পুলিশের পোশাক পড়ে তৃণমূলের পতাকা, যা মুখ্যমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য লাগানো হয়েছে, তা ঠিকমত লাগানো হয়েছে কিনা, সেই তদারকি করতেই ব্যস্ত। স্বাভাবিকভাবেই এই জায়গাতেই একটি ভিডিও পোস্ট করে শুভেন্দুবাবু প্রশ্ন করেছেন যে, উত্তরবঙ্গের বিপর্যয়ে যে প্রশাসন মানুষের পাশে থাকতে পারে না, যাদের বিপর্যয়ের পরে খুঁজে পাওয়া যায়নি, তারা মুখ্যমন্ত্রীর সফরের আগে তৃণমূলের ঝান্ডা ঠিকমত লাগানো হয়েছে কিনা, তা দেখতেই ব্যস্ত। যা দেখে অনেকেই পুলিশ প্রশাসনের এই আচরণকে “নির্লজ্জতা” বলে কটাক্ষ করতে শুরু করেছেন।

এদিন সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।‌ যেখানে তিনি লেখেন, “মেঘ ভাঙ্গা বৃষ্টি ও ভূমিধসে বিপর্যস্ত উত্তরবঙ্গের মানুষের দুঃসময়ে কার্নিভালের উৎসব উদযাপনে নির্বিকার নৃত্যে মেতে থাকা হীরক রানী এখন পাহাড়ে প্রমোদ ও বিলাসবহুল অবসর যাপনের ঝটিকা সফরে যাবেন। ওনার পুলিশ বাহিনীকে প্রাকৃতিক দুর্যোগের সময় অথবা তার পরের দিন মাঠে ময়দানে খুঁজে পাওয়া যায়নি। সেই তারাই হীরক রানীর সফরের আগে ওনাকে স্বাগত জানাতে তৃণমূলের ঝান্ডা ঠিকঠাক ভাবে লাগানো হয়েছে কিনা, তা তদারকি করতে ব্যস্ত!”