প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- আরজিকরের পরে এই রাজ্যের বুকে ঘটে গিয়েছে আরও এক মর্মান্তিক ঘটনা। দুর্গাপুরে এক বেসরকারি মেডিকেল কলেজের তরুনী চিকিৎসককে গণধর্ষণের অভিযোগ উঠেছে। যে ঘটনাকে কেন্দ্র করে শুধু রাজ্যে নয়, যেহেতু সেই তরুণী চিকিৎসক ওড়িশার বাসিন্দা, সেহেতু সেই রাজ্যেও বাংলার মুখ পুড়েছে। আর এই পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিক্রিয়া দিতে গিয়ে একাধিক মন্তব্য করেছেন। আর তার মন্তব্য নিয়েই বিভিন্ন মহলে উঠতে শুরু করেছে প্রশ্ন। বিরোধীরা অনেকেই বলতে শুরু করেছেন যে, একজন মুখ্যমন্ত্রী কি করে এই ধরনের মন্তব্য করতে পারেন? কি করে অন্যান্য রাজ্যে কি হচ্ছে, তার তুলনা টানতে পারেন? আর মহিলাদের সুরক্ষার দায়িত্ব কিভাবে মহিলাদের নিতে বলেন তিনি? তাহলে রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে কি তার কোনো দায়িত্ব নেই? আর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পরেই সেই প্রশ্নই তুলে পাল্টা খোঁচা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

এদিন উত্তরবঙ্গে যাওয়ার আগে দুর্গাপুরে যে বেসরকারি মেডিকেল কলেজে তরুণী চিকিৎসকের সঙ্গে মর্মান্তিক ঘটনা ঘটেছে, তা নিয়ে মুখ্যমন্ত্রীকে সাংবাদিকরা প্রশ্ন করেন। আর সেই প্রশ্নের উত্তরে তিনি একাধিক মন্তব্য করেন। যে মন্তব্য নিয়ে রাজ্য রাজনীতিতে অনেকেই সমালোচনা করতে শুরু করেছেন। আর সেই ব্যাপারেই এবার পাল্টা মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

এদিন এই ব্যাপারে মুখ্যমন্ত্রীর মন্তব্য তুলে ধরে গর্জে উঠেন রাজ্যের বিরোধী দলনেতা। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দুবাবু বলেন, “উনি বলছেন, মহিলাদের সুরক্ষা মহিলাদের দেখে নিতে হবে। তাহলে উনি পুলিশ মন্ত্রী আছেন কেন?