প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
২৬ এর নির্বাচন যতই এগিয়ে আসছে, ততই তৃণমূল বেশি করে জনসংযোগে মনোযোগী হয়ে উঠেছে। কিন্তু বিজেপির সঙ্গে তারা কি করে লড়াই করবে, যদি তারা নিজেরাই ঐক্যবদ্ধ না থাকে! কেননা জেলায় জেলায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এখন যেন ভয়ংকর আকার হয়ে দাঁড়িয়েছে। বিজেপির সঙ্গে লড়াই করা অপেক্ষা তৃণমূল কি করে নিজেদের ঘরে শান্তি স্থাপন করবে, এটাই প্রধান প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে শাসক দলের কাছে। আর তার মাঝেই এবার দলীয় মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে সেই গোষ্ঠী কোন্দল নিয়েই সকলকে সাবধান বানী দিলেন তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়।
বলা বাহুল্য, ইতিমধ্যেই সৌগত রায়ের একটি মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। যেখানে খেলা, মেলা করলে পলিটিক্যাল পার্টি সেন্স নষ্ট হয়ে যায় বলে তিনি যে মন্তব্য করেছেন, তা নিয়ে দলের মধ্যেই গুঞ্জন চলছে। আর তার মধ্যেই এবার সেই সৌগত রায় আরও একটি বিস্ফোরক মন্তব্য করে বসেছেন। যেখানে দলীয় গোষ্ঠী কোন্দল নিয়ে কর্মীদের সতর্ক করে দিয়েছেন তিনি। আর তার এই মন্তব্যের পরেই প্রশ্ন উঠছে যে, তাহলে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বই এবার তাদের প্রধান কাঁটা হতে চলেছে?
ইতিমধ্যেই সৌগত রায়ের একটি ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। যেখানে দলীয় একটি মঞ্চে এই বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “দলের মধ্যে মতভেদ থাকতেই পারে। কিন্তু মতভেদ প্রকাশ করতে গিয়ে দলকে দুর্বল করলে চলবে না। সামনে নির্বাচন। নিজেদের লক্ষ্যে কাজ করার জন্য এগিয়ে যেতে হবে।” আর বর্ষিয়ান তৃণমূল সাংসদের এই বক্তব্য সামনে আসার পরেই কটাক্ষ করতে শুরু করেছে বিরোধীরা। অনেকে বলছেন, কিছুদিন আগেই তাপস চট্টোপাধ্যায় এই গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে মন্তব্য করেছিলেন। আর এবার সৌগত রায়ের মত বর্ষিয়ান সাংসদও সেই গোষ্ঠীদ্বন্দ্ব নিয়েই দলকে সতর্ক করে দিলেন। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে, তৃণমূল নিজেদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিয়ে রীতিমত জেরবার বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।