প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
২৬ এর নির্বাচন যত এগিয়ে আসছে, ততই বাড়ছে রাজনৈতিক পারদ। বিজেপি থেকে শুরু করে তৃণমূল, এক নেতা অপর নেতার বিরুদ্ধে হুমকি হুঁশিয়ারি দিচ্ছেন। পাল্টা আসছে মন্তব্য। জেলায় জেলায় এসআইআরের বিরুদ্ধে তৃণমূলের পক্ষ থেকে বিজেপি নেতাদের শায়েস্তা করার নিদান দেওয়া হচ্ছে। যা ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। তবে এবার পাল্টা মুখ খুলে শুধুমাত্র পুলিশ নিরপেক্ষ হলে কি করে তৃণমূলকে শায়েস্তা করতে হয়, তা যে তাদের জানা আছে, তা উল্লেখ করে পাল্টা হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।

এদিন জেলায় জেলায় তৃণমূলের নেতাদের যে হুমকি, হুঁশিয়ারি শোনা যাচ্ছে, তা নিয়ে সুকান্তবাবুকে প্রশ্ন করা হয়। আর সেই মন্তব্যের পাল্টা তিনিও হুশিয়ারি দিয়ে বসেন রাজ্যের শাসক দলের উদ্দেশ্যে। বিজেপির কত ক্ষমতা আছে, তা পুলিশ প্রশাসন নিরপেক্ষ হলেই তৃণমূল টের পেয়ে যাবে বলে দাবি করেন তিনি। পাশাপাশি তারা কাউকে হামলা করার পক্ষে নয়, তবে কেউ যদি তাদের লাঠি নিয়ে হামলা করতে আসে, তাহলে লাঠি এবং দাঁতকপাটি দুটোই ভেঙে দেওয়া হবে বলে হুশিয়ারি দেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি। যাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে।

এদিন এই ব্যাপারে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “পুলিশকে সরিয়ে দিক, আমরা বুঝিয়ে দেবো, কত ধানে কত চাল। মমতা বন্দ্যোপাধ্যায়কে বলুন, এসআইআর চালু হলে এক মাসের জন্য পুলিশকে বলে দিক, রাজনৈতিকভাবে যে যাকে পেটাবে, কোনো কেস হবে না। তারপরে দেখি তৃণমূল কতজনকে পেটাতে পারে, আর আমরা কতজনকে পেটাতে পারি! আমরা কাউকে লাঠি নিয়ে মারতে যাব না। কিন্তু কেউ যদি লাঠি নিয়ে আসে, তাহলে আমরা লাঠি এবং দাঁতকপাটি দুটোই ভেঙে দেব।”