প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যের উত্তরবঙ্গ যখন বিপর্যস্ত হয়ে পড়েছিল, তখন এই রাজ্যের মুখ্যমন্ত্রীর কলকাতায় কার্নিভালে অংশগ্রহণ নিয়ে খোঁচা দিয়েছিল বিরোধীরা। কি করে উত্তরবঙ্গের এই ধরনের বিপর্যয় মুখ্যমন্ত্রী আনন্দে ভাসতে পারেন, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পরবর্তীতে উত্তরবঙ্গে পৌঁছে গিয়ে মানুষের পাশে দাঁড়িয়ে ছিলেন শুভেন্দুবাবু। শুধু তাই নয় যেভাবে উত্তরবঙ্গে ত্রাণ দিতে গিয়ে আক্রান্ত হয়েছেন বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষ, তা নিয়েও বিভিন্ন জায়গায় প্রতিবাদ করছে গেরুয়া শিবির। আর আজ আবারও সেই উত্তরবঙ্গে পৌঁছে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা।
প্রসঙ্গত, এদিন সাতসকালে আবার উত্তরবঙ্গে পৌঁছে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানে গিয়েই তিনি প্রথমে চলে যান অসুস্থ খগেন মুর্মুর সঙ্গে দেখা করতে। এর আগেও রাজ্যের বিরোধী দলনেতা খগেনবাবুর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। আর আজ আবারও শিলিগুড়ির বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন এই বিজেপি সাংসদদের সঙ্গে সাক্ষাৎ করলেন তিনি। যেখানে তার শারীরিক পরিস্থিতির খোঁজখবর নিলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক।
বিশেষজ্ঞরা বলছেন, নাগরাকাটার বিজেপি সাংসদ এবং বিধায়কের ওপর যে হামলার ঘটনা ঘটেছে, তাকে কোনোমতেই ছেড়ে দিতে চাইছে না বিজেপি। ইতিমধ্যেই আদিবাসী সাংসদের ওপর হামলার ঘটনায় জেলায় জেলায় প্রতিবাদ কর্মসূচি করেছে গেরুয়া শিবির। শুধু তাই নয়, শহর কলকাতাতেও রীতিমত আদিবাসীদের নিয়ে রাজপথে নেমে তৃণমূলের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন বিজেপি নেতারা। কালীপুজোর পরে এই প্রতিবাদ আরও বেশি করে করতে হবে বলে জানিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। আর এই পরিস্থিতিতে আজ সেই আক্রান্ত বিজেপি সাংসদ খগেন মুর্মু, যিনি এখনও পর্যন্ত চিকিৎসাধীন রয়েছেন, তার শরীর স্বাস্থ্যের খবর নিয়ে তার মনোবল বৃদ্ধি করলেন রাজ্যের বিরোধী দলনেতা। স্বাভাবিকভাবেই শুভেন্দু অধিকারীর এইভাবে হাসপাতালে পৌঁছে দেওয়া এবং তার সঙ্গে সাক্ষাৎ হওয়া নিয়ে যথেষ্ট আপ্লুত উত্তর মালদহের বিজেপি সাংসদ খগেন মুর্মুও।