প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষকে তো দূরের কথা, বিরোধী দলের জনপ্রতিনিধিদেরও নিরাপত্তা দিতে ব্যর্থ। কিছুদিন আগে নাগরাকাটায় ত্রাণ নিয়ে যাওয়ার সময় হামলার মুখে পড়েছেন বিজেপি বিধায়ক শংকর ঘোষ এবং বিজেপি সাংসদ খগেন মুর্মু। যেখানে রক্তাক্ত অবস্থায় খগেনবাবুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আর সেই দৃশ্য সামনে আসার পর রাজ্যের আইন শৃঙ্খলা বলতে যে কিছু নেই, তা আরও বেশি করে স্পষ্ট হয়ে গিয়েছে সকলের কাছে। তবে সেই সময় মুখ্যমন্ত্রীর যুক্তি নিয়ে অনেকেই অনেক প্রশ্ন তুলেছিলেন। অনেকেই বলেছিলেন যে, একজন বিরোধী দলের সাংসদ যেখানে নিরাপদ নেই, সেখানে রাজ্যের আইন শৃঙ্খলা সুষ্ঠুভাবে চলবে কি করে? রাজ্যের মুখ্যমন্ত্রী কি করে বলতে পারেন যে, এতগুলো গাড়ি নিয়ে যাওয়া উচিত হয়নি? আর মুখ্যমন্ত্রীর সেই মন্তব্য নিয়েই এবার পাল্টা গর্জে উঠলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি রাহুল সিনহা।
গতকাল আদিবাসী সাংসদের ওপর যে হামলা হয়েছে, সেই ঘটনার প্রতিবাদে কলকাতায় পথে নামে বিজেপি। আর সেই কর্মসূচিতেই বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যকে হাতিয়ার করে পাল্টা গর্জে ওঠেন বিজেপি নেতা রাহুল সিনহা। মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে এই বিজেপি নেতা বলেন, “যখন খগেন মুর্মুর ওপর আক্রমণ হলো, খগেনদা যখন রক্তাক্ত, তখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেছেন, ওরা গাড়ি নিয়ে গেল কেন? এতগুলো গাড়ি নিয়ে গেল কেন? তাহলে অভিষেক ব্যানার্জি যখন এতগুলো গাড়ি নিয়ে কনভয় করে যায়, তখন যদি ওর কেউ ঠ্যাং ভেঙে দেয়, তখনও তো আপনি বলবেন যে, অভিষেক এতগুলো গাড়ি নিয়ে গেল কেন?”
বিজেপির দাবি, সঠিক কথাই বলেছেন রাহুল সিনহা। তিনি অত্যন্ত যুক্তিসঙ্গত বক্তব্য সামনে রেখেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের পুলিশ মন্ত্রী। তিনি এই রাজ্যের বুকে যেভাবে একজন বিরোধী দলের সাংসদ আক্রান্ত হয়েছেন, তারপর তার আরও সহানুভূতিশীল হওয়া উচিত ছিল। কিন্তু তিনি গোটা বিষয়টিকে অন্য দিকে ঘুরিয়ে দিতে চেয়েছেন। কখনও তিনি বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব হিসেবে গোটা বিষয়টিকে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন। আবার কখনও বা যারা আক্রান্ত হয়েছেন, তাদেরই গাফিলতির কথা তুলে ধরেছেন। তবে মুখ্যমন্ত্রীর ভাইপো তো অনেক কনভয় নিয়ে যায়, তাই তিনি যদি বিক্ষোভের মুখে পড়েন, তাহলে তখনও মুখ্যমন্ত্রী তার ভাইপোর সেই প্রশ্ন তুলতে পারবেন তো? নাকি শুধুমাত্র বিরোধী দলের জনপ্রতিনিধি বলেই খগেন মুর্মুদের বিরুদ্ধে এই ধরনের কথা বলার ক্ষমতা দেখিয়েছেন মুখ্যমন্ত্রী? কটাক্ষ করে তেমনটাই বলছে বিরোধীরা।