প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যের শাসকদলের মধ্যে এখন একটাই গুঞ্জন চলছে যে, কে বড় দায়িত্ব পাবে! ইতিমধ্যেই জেলার সংগঠনগুলোর রদবদল শুরু হয়েছে। এমনকি শাখা সংগঠনেও রদবদল চলছে। আর তার মধ্যেই এবার পৌরসভাতেও রদবদলের পথে হাঁটতে চলেছে রাজ্যের শাসক দল। যার পরিপ্রেক্ষিতে মনে করা হচ্ছে যে, ২৬ এর বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের পৌরসভা গুলিতে অর্থাৎ যেখানে যেখানে তৃণমূলের ফলাফল খারাপ হয়েছে, সেখানে একটা বড় মাপের বদল আসতে পারে। বড়সড় ঝাঁকুনি দিতে পারে তৃণমূল নেতৃত্ব।

বলা বাহুল্য, ২০২৪ এর লোকসভা নির্বাচনে রাজ্যের অধিকাংশ পৌর এলাকায় ভালো ফলাফল করতে পারেনি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। যার ফলে তৃণমূল শীর্ষ নেতৃত্ব এই রহস্য উন্মোচন করার চেষ্টা করেছে। ইতিমধ্যেই দলীয় স্তরের রদবদল চলছে। আরও একাধিক জায়গায় বিভিন্ন ক্ষেত্রে রদবদল করা হতে পারে বলেই মনে করা হচ্ছে। আর তার মধ্যেই যে খবর পাওয়া যাচ্ছে যে, এবার পৌরসভাতেও রদবদলের পথে হাঁটতে চলেছে তৃণমূল নেতৃত্ব। আগামী ২০ থেকে ২৫ দিনের মধ্যেই বিগত দিনের লোকসভা নির্বাচনে যে সমস্ত জায়গায় অর্থাৎ যে সমস্ত এলাকায় তৃণমূল কংগ্রেস ভালো ফলাফল করতে পারেনি, সেখানে পৌরসভার চেয়ারম্যান পদে বদল আনা হতে পারে।

শুধু তাই নয়, বিগত দিনে লোকসভা নির্বাচনে যে সমস্ত পৌর এলাকায় পদে থেকেও অনেকে নিষ্ক্রিয় থেকেছেন, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে পারে রাজ্যের শাসক দল। এক্ষেত্রে পৌরসভা পরিচালনা করার ক্ষেত্রে দলের কোন নেতার কি ভূমিকা ছিল, তা খুঁটিয়ে দেখছে তৃণমূল শীর্ষ নেতৃত। আর তার পরিপ্রেক্ষিতেই খুব দ্রুত রাজ্যের একাধিক পৌরসভায় বড় মাপের বদল আনা হতে পারে। সেক্ষেত্রে অনেক পৌরসভার চেয়ারম্যানের পদ চলে যেতে পারে বলেও আশঙ্কা তৈরি হয়েছে বিভিন্ন মহলে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।