প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- কিছুদিন আগেই এই রাজ্যের বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভুটান থেকে আসা জল নিয়ে যে সমস্ত মন্তব্য, তার পরিপ্রেক্ষিতে তাকে ভূগোল বই পাঠানো হবে বলে কটাক্ষ করেছিলেন। আর তার মধ্যেই উত্তরবঙ্গ যখন দুর্যোগে বিপর্যস্ত, তখন পাহাড়ে ম্যানগ্রোভ লাগানোর কথা বলে আবার বিতর্কের মুখে পড়ে গিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। আর তার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই পাল্টা খোঁচা দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর এবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী সেই ম্যানগ্রোভ লাগানোর যে পরামর্শ, তাকে মূর্খ মুখ্যমন্ত্রী বলে কটাক্ষ করলেন তিনি।
বলা বাহুল্য, ইতিমধ্যেই এই রাজ্যের মুখ্যমন্ত্রীর বিভিন্ন মন্তব্য নিয়ে তীর্যক ভাষায় তাকে কটাক্ষ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর বিভিন্ন সময়ের বিভিন্ন মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হতেও দেখা যায। আর তাকেই হাতিয়ার করেই এই রাজ্যের প্রশাসনিক প্রধান যে কিছুই জানেন না, সেই সমস্ত বিষয়ে তুলে ধরে বিভিন্ন সময়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে অস্বস্তির মুখে ফেলে দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। যেখানে পাহাড়ের মাটিতে ম্যানগ্রোভ লাগানোর যে কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, তা নিয়েই সোচ্চার হলেন শুভেন্দু অধিকারী।
এদিন পাহাড়ে ম্যানগ্রোভ লাগানো নিয়ে মুখ্যমন্ত্রী যে মন্তব্য করেছেন, তা নিয়ে শুভেন্দুবাবুকে প্রশ্ন করেন সাংবাদিকরা। আর সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন, “ম্যানগ্রোভ পাহাড়ে চাষ হয়? তরাই-ডুয়ার্সে হয়! নোনা জায়গা ছাড়া? আমি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে বলে দিয়েছি যে, ম্যানগ্রোভে চাষ কোথায় কোথায় করা যায়! ম্যানগ্রোভ এখানে চাষ হয় না। না শেখার চেষ্টা করে, না জানার চেষ্টা করে। মুখে যা আসে, তাই বলে। আর আপনারাও সেগুলো দেখান।”