প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
২০২৬ এর বিধানসভা নির্বাচনের সময় যত এগিয়ে আসছে, ততই বাড়ছে রাজনৈতিক আক্রমণ এবং প্রতি আক্রমণ। এসআইআর নিয়ে বিভিন্ন সভা সমিতি থেকে তৃণমূলের নেতা নেত্রীরা বিরোধী নেতাদের কটাক্ষ করছেন। এসবের মধ্যেই আবার মুখ্যমন্ত্রীকে গণতন্ত্রের পূজারী বলে গণতন্ত্রের চিন্তাভাবনা থেকে সরে আসলে বিজেপির একটা পতাকাও থাকবে না বলে মন্তব্য করেছেন তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী। এমনকি আগামী নির্বাচনে বিজেপিকে খুঁজে পাওয়া যাবে না বলেও বুঝিয়ে দিয়েছেন তিনি। আর অভিনেতা তথা তৃণমূল বিধায়কের এই মন্তব্যেরই পাল্টা জবাব দিলেন বিজেপি নেতা অর্জুন সিংহ।

বলা বাহুল্য, ইতিমধ্যেই নির্বাচনের সময় যত এগিয়ে আসছে ততই শাসক বনাম বিরোধী নেতাদের মধ্যে তরজা আরও দীর্ঘায়িত হচ্ছে। বিজয়া সম্মেলনীর একটি মঞ্চ থেকে তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী আগামী নির্বাচনে বিজেপিকে সর্বপ্রথম ভাবে পরাস্ত করার বার্তা দিয়েছেন। আর সেই ব্যাপারেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পাল্টা কড়া ভাষায় তার জবাব দিলেন ব্যারাকপুরে প্রাক্তন বিজেপি সাংসদ। তিনি বুঝিয়ে দিলেন, অভিনয় করে এই সমস্ত ডায়লগ দেওয়া যায়। কিন্তু বাস্তবে নামলেই তিনি বুঝতে পারবেন, কত ধানে কত চাল।

এদিন সোহম চক্রবর্তীর মন্তব্য নিয়ে বিজেপি নেতা অর্জুন সিংহকে প্রশ্ন করেন সাংবাদিকরা। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে অর্জুনবাবু বলেন, “অভিনেতা তো। সিনেমাতে যেমন বড় বড় ডায়লগ মারে, তেমনই করছে। রাস্তায় নামুক, বুঝতে পারবে, কত ধানে কত চাল। সিনেমাতে নকল বন্ধুক চালায়। বাজি ফাটানোর বন্দুক নিয়ে যারা নাটক করে, তারা আবার বলছে, বিজেপিকে শেষ করবে।”