প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রাজনীতিতে কখন কে কোন পদক্ষেপ নেয় এবং তার ভবিষ্যতে কোন ফলাফল দেখতে পাওয়া যায়, তা আগেই বলা যায় না। সামনেই ২০২৬ এর নির্বাচন। যে নির্বাচনকে কেন্দ্র করে শাসক থেকে বিরোধী, সকলেই পথে নামতে শুরু করেছে। আর বাংলার যখন বিধানসভা নির্বাচন, তখন ঘর ভাঙ্গার যে একটা খেলা শুরু হবে পশ্চিমবঙ্গের রাজনীতিতে, তা অতীতের পরম্পরা দেখে নিশ্চিত রাজনৈতিক মহলের একাংশ। আর এসবের মধ্যেই শাসকের বিরুদ্ধে যখন প্রতিষ্ঠান বিরোধী হাওয়া বইতে শুরু করেছে, ঠিক তখনই হাওড়া পৌরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলেন সুজয় চক্রবর্তী। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে, হঠাৎ করে তার এই পদত্যাগের কারণ কি? তাহলে কি তিনি নির্বাচনের আগে অন্য কোনো সিদ্ধান্ত নিতে চলেছেন?

প্রসঙ্গত, ২৬ এর নির্বাচনের আগে বাংলার রাজনৈতিক মানচিত্রে প্রতি মুহূর্তে বদল আসতে শুরু করেছে। একদল অন্য দলের বিরুদ্ধে বিভিন্ন মন্তব্য করছেন। আর এইসবের মধ্যেই সামনে এলো বড় খবর। যে খবর সামনে আসার পর থেকেই শুরু হয়েছে জল্পনা। কেননা হাওড়া পৌরসভায় নির্বাচন না হওয়ায় সেখানে প্রশাসক মন্ডলী গঠন করা হয়েছিল। চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছিল সুজয় চক্রবর্তীকে। এতদিন তিনি দায়িত্ব সামলালেও, গত ২৫ তারিখ তিনি সেই পথ থেকে পদত্যাগ করে সেই ব্যাপারে রাজ্যের পুরো এবং নগরোন্নয়ন দপ্তরে চিঠি পাঠিয়ে দিয়েছেন বলে খবর। যদিও বা তিনি এই পদ থেকে পদত্যাগ করলেও মুখ্যমন্ত্রীর প্রতি তার সবরকম আস্থা রয়েছে বলেই জানিয়ে দিয়েছেন সুজয়বাবু।

আর ২৬ এর নির্বাচনের আগে এই ঘটনা সামনে আসার পরেই বিভিন্ন মহলে তৈরি হয়েছে গুঞ্জন। অনেকের মধ্যেই প্রশ্ন, এর আগেও নির্বাচনের সময় এলেই শাসক দল থেকে অনেকে বিরোধী দলে যোগদান করেছিলেন। তবে তারা পদ ছাড়ার সময় ব্যক্তিগত কারণে ছাড়ছেন বলে জানিয়ে দিয়েছিলেন। তারপর তাদেরকে আবার শিবির পরিবর্তন করতে দেখা গিয়েছে। এক্ষেত্রে সুজয়বাবুর সম্পর্কে সেরকম কোনো খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি। তবে হঠাৎ করে তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে কেনই বা নির্বাচনের আগে এই পদ ছেড়ে দিলেন, তা নিয়ে রাজনৈতিক মহলে কাটাছেঁড়া পর্ব শুরু হয়ে গিয়েছে।