প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সহ ১২ রাজ্যে এসআইআরের ঘোষণা করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। তবে এসআইআর হওয়ার অনেক আগে থেকেই তৃণমূলের বিভিন্ন নেতা নেত্রীরা হুমকি, হুঁশিয়ারি দিতে শুরু করেছিলেন। ভোটার লিস্ট থেকে একজনের নাম বাদ দিলে বাংলায় আগুন জ্বলবে বলেও মন্তব্য করতে দেখা গিয়েছিল তৃণমূলের একাধিক নেতা নেত্রীদের। যার পাল্টা বিজেপির পক্ষ থেকে বলা হয়েছিল, তৃণমূল আতঙ্কে রয়েছে। অবৈধ ভোটারদের ভোটার লিস্ট থেকে বাদ দেবে কমিশন। আর তার ফলেই তারা এই রকম হুমকি হুঁশিয়ারি দিচ্ছে। তবে এসবের মধ্যেই আজ থেকে রাজ্যে এসআইআর লাগু হয়ে যাওয়ার মাঝেই এবার বিজেপির উদ্দেশ্যে ফের হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেতা কাজল শেখ।
প্রসঙ্গত, ইতিমধ্যেই রাজ্যে লাগু হয়ে গিয়েছে এসআইআর। আজ থেকেই সেই প্রক্রিয়া শুরু করে দিয়েছে কমিশন। তবে এসবের মাঝেই প্রশ্ন উঠছে যে, এতদিন তো তৃণমূল নেতারা বিভিন্ন রকম হুমকি, হুঁশিয়ারি দিলেন। একজনেরও নাম বাদ দিলে তারা নাকি রক্তগঙ্গা বইয়ে দেবেন, এরকম মন্তব্যও অনেককে করতে দেখা গিয়েছে। স্বাভাবিকভাবেই এসআইআর তো বাংলায় শুরু হয়ে গেল। তাহলে এখন তৃণমূল কি বলবে? আর এসবের মধ্যেই বীরভূম জেলার দাপুটে তৃণমূল নেতা তথা সভাধিপতি কাজল শেখের তরফে এলো বড় হুঁশিয়ারি। যেখানে একজন বৈধ ভোটারেরও নাম বাদ দিলে বিজেপির কপালে বিপদ আছে বলে মন্তব্য করলেন তিনি।
এদিন এসআইআর নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। বিজেপির উদ্দেশ্যে হুশিয়ারি দিয়ে তিনি বলেন, “এসআইআরের নাম করে যদি একজনেরও বৈধ ভোটারের নাম ভোটার লিস্ট থেকে বাদ যায়, যদি কারো সাংবিধানিক অধিকার থেকে তাদের বঞ্চিত করা হয়, তাহলে বীরভূম জেলার মা মাটি মানুষের সৈনিকরা চুপ করে বসে থাকবে না। এটা বিজেপির চক্রান্ত, সারা বাংলার মানুষ জেনে গিয়েছে। তবে বিজেপিকে বলব, এসআইআর হোক। কিন্তু একটাও ভোটার যেন তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত না হয়। তাহলে তোমাদের কপালে বিপদ আছে।” আর এখানেই পাল্টা বিজেপির পক্ষ থেকে প্রশ্ন তোলা হচ্ছে যে, কাজল শেখের দৃষ্টিতে কারা বৈধ ভোটার? যারা অবৈধ বাংলাদেশি, তাদের নাম যদি বাদ যায়, তাহলে কি হিংসার রাজনীতি করতে শুরু করবে তৃণমূল কংগ্রেস? প্রশ্ন তুলছে বিরোধীরা।