প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যে ইতিমধ্যেই এসআইআরের ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। আর এসআইআরের ঘোষণা হওয়ার সাথে সাথেই তৃণমূলের পক্ষ থেকে শুরু হয়ে গিয়েছে হুমকি, হুশিয়ারি। তবে এসআইআর প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে পালন করার দায়িত্ব রয়েছে বুথ লেভেল অফিসারদের। অনেক ক্ষেত্রে সেই বুথ লেভেল অফিসাররা ভয়ের কাছে নতি স্বীকার করতে পারেন বলেই আশঙ্কা করছে বিরোধীরা। তবে শাসক দলের পক্ষ থেকে যদি কোথাও কোনো ভাবে বুথ লেভেল অফিসারদের ভয় দেখানোর প্রক্রিয়া হয় এবং তাদের ওপর যদি কোনোভাবে হামলা হয়, তাহলে তাদের পাশে যে সবসময় তিনি থাকবেন, তা স্পষ্ট করে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলের প্রধান নেতা হিসেবে আক্রান্ত বুথ লেভেল অফিসারদের পাশে দাঁড়িয়ে শাসকের সমস্ত চক্রান্তকে ব্যর্থ করতে তার যে চেষ্টার কমতি থাকবে না, তা জানিয়ে দিলেন তিনি।

বলা বাহুল্য, ইতিমধ্যেই রাজ্যে এসআইআরের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। তবে বুথ লেভেল অফিসারদের এই প্রক্রিয়া সম্পন্ন করার ক্ষেত্রে সবথেকে গুরু দায়িত্ব বলেই মনে করা হচ্ছে। এক্ষেত্রে অনেক জায়গায় বুথ লেভেল অফিসাররা শাসক দলের সক্রিয় সদস্য বলেই অভিযোগ করছে বিরোধীরা। তবে যে সমস্ত বিএলওরা নিরপেক্ষভাবে কাজ করার চেষ্টা করছেন, তারা কি নিরপেক্ষভাবে আদৌ কাজ করতে পারবেন, শেষ পর্যন্ত গোটা প্রক্রিয়াকে প্রভাবিত করার ক্ষেত্রে এই সমস্ত বিএল ওদের ভয় দেখানো হবে না তো, এই প্রশ্ন বিভিন্ন মহলে রয়েছে। আর সেই জায়গায় দাঁড়িয়ে বিএলওদের অভয় দিয়ে তাদের পাশে থাকার বার্তা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানেই বিএলওদের পাশে দাঁড়িয়ে তিনি বলেন, “বিএলও, অর্থাৎ যারা নির্বাচন কমিশন নিযুক্ত বুথ লেভেল অফিসার, তাদের মধ্যে একজনও যদি কেউ আক্রান্ত হয়, তাহলে তাদের পাশে ভারতীয় জনতা পার্টি মনোনীত বিরোধী দলনেতা থাকবে। এটা আমার কাজ। যারাই এই রাজ্যে সরকারি দল এবং সরকারি প্রশাসনের দ্বারা অত্যাচারিত হবে, প্রটেকশন পাবেন না, বিএলএ টু এবং বিএলওদেরও আশ্বস্ত করব, আপনাদের হাতে নির্বাচন কমিশনের আই কার্ড থাকবে। নির্বাচন কমিশন দায়বদ্ধ। নির্বাচন কমিশনকে সংবিধানের ৩২৪ থেকে ৩২৯ পুরোপুরি ক্ষমতা দিয়ে গিয়েছে, এদের নিরাপত্তার দায়িত্ব আপনার।”