প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এসআইআর প্রক্রিয়া। বাড়ি বাড়ি গিয়ে বুথ লেভেল অফিসাররা ফর্ম দিচ্ছেন। যাদের সাথে রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের এজেন্টরাও। এতদিন খবর আসছিল যে, বিরোধী দলের যারা রাজনৈতিক এজেন্ট রয়েছেন, তাদের হুমকি, হুঁশিয়ারি দিচ্ছেন তৃণমূল কর্মীরা। তবে এবার যে খবর সামনে এলো, তাতে প্রশ্ন উঠছে, স্বয়ং বুথ লেভেল অফিসারের নিরপেক্ষতা নিয়ে। এতদিন রাজ্যের বিরোধী দলনেতা যেভাবে বিএলওদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন এবং বিএলওদের নিরপেক্ষ থাকার বার্তা দিয়েছিলেন, তাতে শাসক দল দাবি করেছিল যে, শুভেন্দু অধিকারী বুথ লেভেল অফিসারদের ভয় দেখানোর চেষ্টা করছেন। কিন্তু এবার এক বিএলওর বিরুদ্ধে যে অভিযোগ উঠলো, তাতে প্রশ্ন উঠছে যে, এভাবে কতটা সুষ্ঠুভাবে পরিচালিত হবে এসআইআর প্রক্রিয়া?
কি ঘটনা ঘটেছে? এবার আর শাসক দলের বিরুদ্ধে অভিযোগ নয়। অভিযোগ উঠেছে একেবারে স্বয়ং বিএলওর বিরুদ্ধে। যেখানে এক বিএলও বিজেপির বুথ লেভেল এজেন্টকে চড় মেরেছেন বলে অভিযোগ। শুধু তাই নয়, তার পরিচয় পত্রও ছিড়ে ফেলা হয়েছে। আর তারপর তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, বিএলওর বাড়ি থেকে বেরোনোর পর সেই বিজেপির এজেন্টকে তৃণমূলের পক্ষ থেকে মারধর করা হয় এবং সেখানে বিজেপি কর্মীরা বাধা দিতে এলে আরও দুজনকে তৃণমূল কর্মীরা মারধর করেছে। যদিও বা বিজেপির পক্ষ থেকে এই অভিযোগ করা হলেও, তা সম্পূর্ণরূপে অস্বীকার করেছে রাজ্যের শাসক দল।
জানা গিয়েছে, বারুইপুর পূর্ব বিধানসভার অন্তর্গত বেগমপুর পঞ্চায়েতে বিজেপির বুথ লেভেল এজেন্ট সুরজিৎ বিশ্বাসকে মারধর করা হয়েছে। আর এই ঘটনায় অভিযোগের আঙ্গুল উঠেছে স্বয়ং বুথ লেভেল অফিসারের বিরুদ্ধে। যেখানে বুথ লেভেল অফিসার অঞ্জনা মন্ডলের বিরুদ্ধে বিজেপির বিএলএ সুরজিৎ মন্ডলকে চড় মারার অভিযোগ উঠেছে। পাশাপাশি তার পরিচয় পত্রও ছিড়ে ফেলা হয়েছে বলে বিএলএর বিরুদ্ধে অভিযোগ তুলেছে বিজেপি। শুধু তাই নয়, তৃণমূলের পক্ষ থেকেও বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ তোলা হয়েছে। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতেই এতদিন শাসকদলের বিরুদ্ধে হুমকি, হুঁশিয়ারির অভিযোগ আসলেও, এবার যেভাবে স্বয়ং বিএলও বিজেপির এক এজেন্টের গায়ে হাত তুললেন বলে অভিযোগ উঠেছে, তাতে সেই বিএলওর নিরপেক্ষতা নিয়েই উঠতে শুরু করেছে। স্বাভাবিকভাবেই যিনি সরকারি আধিকারিক, তিনি নিরপেক্ষতা লঙ্ঘন করে একটি রাজনৈতিক দলের এজেন্টের ওপর কেন এইভাবে হাত তুললেন, তা নিয়ে সোচ্চার হয়েছে বিজেপি। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।