প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখে এসআইআরের বিরোধিতা করলেও তার বাড়িতে ইতিমধ্যেই সেই ফর্ম পৌঁছে গিয়েছে। তবে গোটা রাজ্যবাসী সেই ফর্ম পূরণ না করলেও, তিনি সেই ফর্ম ফিলাপ করবেন না বলে জানিয়ে দিয়েছেন। কিন্তু মুখে মুখ্যমন্ত্রী এত বড় বড় কথা বললেও, খাস কলকাতাতেই প্রচুর অবৈধ ভোটার রয়েছে এবং তাদের নাম বাদ যাবে বলে দাবি করছে বিজেপি। নিউটাউনের একটা অংশে এখন আর কাজের লোক খুঁজে পাওয়া যাচ্ছে না বলেও দাবি করা হচ্ছে। আর এসবের মধ্যেই মুখ্যমন্ত্রী যখন সকলে ফর্ম না ফিলাপ করলে তিনি ফিলাপ করবেন না বলে দাবি করছেন, ঠিক তখনই খাস কলকাতাতেই অবস্থিত গুলশান কলোনির পরিস্থিতি নিয়ে মন্তব্য করে মুখ্যমন্ত্রীকে পাল্টা চ্যালেঞ্জের মুখে ফেলে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।

প্রসঙ্গত, গতকালই এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়ে দিয়েছেন যে, এসআইআর ফর্ম তিনি এখনই ফিলাপ করছেন না। যতক্ষণ না গোটা রাজ্যবাসী এই ফর্ম ফিলাপ করছে, ততক্ষণ তিনি এই ফর্ম ফিলাপ করবেন না। আর সেই বিষয়ে প্রশ্ন করতেই মুখ্যমন্ত্রী রাজ্যবাসীর সকলের ফর্ম ফিলাপ না করলে ফর্ম পূরণ করবেন না বলে যতই দাবি করুন না কেন, এবার গুলশান কলোনি নিয়ে মুখ্যমন্ত্রীর সেই অবস্থানকেই চ্যালেঞ্জের মুখে ফেলে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি তার মন্তব্যের মধ্যে দিয়ে স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিলেন যে, গুলশান কলোনিতে ৩০০০ এর মত যে ভোটার রয়েছে, যদি মুখ্যমন্ত্রীর ক্ষমতা থাকে, তাহলে তাদের দিয়ে ফর্ম ফিলাপ করে দেখান। শুধু তাই নয়, এক্ষেত্রে মুখ্যমন্ত্রী এখন যে ফর্ম ফিলাপ করছেন না, ভবিষ্যতেও তিনি যেন সেই ফর্ম ফিলাপ না করেন এবং ভোটার তালিকায় তার যাতে নাম না আসে, সেই বিষয়েও রাজ্যের মুখ্যমন্ত্রীর হিম্মত দেখতে চাইলেন কেন্দ্রীয় মন্ত্রী।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। আর সেখানেই তিনি বলেন, “উনি বলেছেন, বাংলার কোনো লোক ফর্ম ফিলাপ না করলে উনি নাকি জমা দেবেন না। গুলশান কলোনিতে তিন লক্ষ লোক আছে, কেউ বলে দুই লক্ষ, আমি ধরে নিলাম, এক লক্ষ লোক আছে। ৩০০০ জন ভোটার আছে। মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ দিচ্ছি, এই তিন হাজার জনের বেশি লোকের ফর্ম ফিলাপ করে দেখান এবং তাদের নাম ভোটার লিস্টে তুলে দেখান, দেখি কত দম আছে আপনার। আর যদি এক কথার মানুষ হন, তাহলে সত্যিই যেন ফর্মটা ফিলাপ না করেন। আপনার নামটা যেন ভোটার লিস্টে না আসে।”