প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
বেশ কিছুদিন ধরেই তার সঙ্গে দলের দূরত্ব চলছে। তবে দূরত্ব এতটাই প্রকট হয়ে উঠেছে যে, এবার আর কোনোভাবেই পরিস্থিতি আয়ত্তে আসবে না। অন্তত আজকের বক্তব্যের পর তেমনটাই উপলব্ধি করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। এতদিন দলের বাইরে বিভিন্ন মন্তব্য করেছেন তিনি। সম্প্রতি তিনি এটাও বলেছিলেন যে, তিনি একটি নির্দিষ্ট সময়ের পর নতুন দল গঠন করবেন। আর এবার রীতিমত তারিখ উল্লেখ করে নতুন দল গঠনের পাশাপাশি কে কোন কমিটিতে থাকবে, সেই কথাও তিনি ঘোষণা করবেন বলে জানিয়ে দিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর।

প্রসঙ্গত, সামনেই বিধানসভা নির্বাচন। তবে তার আগে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরম্পরা অনুযায়ী যে দল ভাঙানোর খেলা দুই পক্ষ থেকেই হবে, সেই সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা। তবে এর মধ্যেই এবার ঘর ভাঙতে চলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের। আজ সাংবাদিক বৈঠকে আগামী ২২ ডিসেম্বর বহরমপুরের টেক্সটাইল মোড়ে ৫০ হাজার লোক নিয়ে জমায়েত করে তিনি নতুন দল এবং তার কমিটি ঘোষণা করবেন বলে জানিয়ে দিলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। অর্থাৎ এতদিন দলের বিরুদ্ধে প্রকাশ্যে মন্তব্য করেছেন। কিন্তু এবার সরাসরি দলত্যাগ করার পথেই হাঁটতে চলেছেন তিনি।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। আর সেখানেই আগামী দিনে তার রণকৌশল নিয়ে বড় মন্তব্য করেন তিনি। হুমায়ুনবাবু বলেন, “আগামী ২২ ডিসেম্বর টেক্সটাইল মোড়ে ৫০ হাজার লোক নিয়ে জমায়েত করব। আর সেখানেই কে সেক্রেটারি হবে, কে কোন কমিটিতে থাকবে, তার সম্পূর্ণটা ঘোষণা করে দেব।” পাশাপাশি কোচবিহার থেকে শুরু করে উত্তর দিনাজপুর, মুর্শিদাবাদ, মালদহের একাধিক ব্যক্তিরা যে তার এই নতুন দলের সঙ্গে যুক্ত হচ্ছেন, সেই কথাও এদিন জানিয়ে দিয়েছেন ভরতপুরের বিধায়ক। স্বাভাবিকভাবেই ২০২৬ এর বিধানসভা নির্বাচনের আগে চলতি মাসেই দল ছাড়তে চলেছেন হুমায়ুন কবীর।