প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যে এসআইআর হওয়ার অনেক আগে থেকেই তৃণমূলের নেতা, নেত্রীরা হুমকি হুঁশিয়ারি দিতে শুরু করেছেন। এমনকি এসআইআর হওয়ার পর তাদের যন্ত্রণা আরও বেড়ে গিয়েছে। এখন তাদের নেতারা এবং জনপ্রতিনিধিরা বিজেপির উদ্দেশ্যে বেলাগাম মন্তব্য করছেন। সম্প্রতি একটি সভা থেকে মন্তব্য করতে গিয়ে বিজেপি কর্মীদের জ্বালিয়ে দেওয়ার হুমকি দেন তৃণমূল বিধায়ক নিশীথ মালিক। আর তার পরিপ্রেক্ষিতেই পাল্টা বর্ধমানের দলীয় সভা শেষে সেই তৃণমূল বিধায়কের উদ্দেশ্যেই বিরাট চ্যালেঞ্জ ছুড়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

প্রসঙ্গত, সম্প্রতি এসআইআরের পরিপ্রেক্ষিতে গোটা রাজ্য জুড়েই তৃণমূলের আতঙ্ক এতটাই বৃদ্ধি পেয়েছে যে, তারা যা খুশি তাই বলতে শুরু করেছেন। বিশেষ করে বিজেপি নেতাদের উদ্দেশ্যে হাত-পা বেঁধে রাখা থেকে শুরু করে বিভিন্ন হুমকি হুঁশিয়ারি দিকে দেখা যাচ্ছে তৃণমূলের নেতা মন্ত্রীদের। সম্প্রতি তৃণমূল বিধায়ক নিশীথ মালিক বিজেপি কর্মীদের জ্বালিয়ে দেওয়ার হুমকি দেন। যার পরিপ্রেক্ষিতে পুলিশ কোনো পদক্ষেপ না নেওয়ায় আদালতের শরণাপন্ন হন এক বিজেপি নেতা। আর এই পরিস্থিতিতে এবার সেই বর্ধমান থেকেই তৃণমূলের সেই বিধায়ককে বাপের নাম যদি ঠিক থাকে, তাহলে একটা দেশলাই কাঠি জ্বালিয়ে দেখার বলে পাল্টা মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।‌ আর সেখানেই তৃণমূল বিধায়ক নিশীথ মালিকের দেওয়া হুমকি নিয়ে তাকে প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন, “নিশীথ মালিকের বাপের নাম যদি ঠিক থাকে, পোড়ানো তো দূরের কথা, একটা দেশলাই কাঠি মেরে দেখাক।” অর্থাৎ মুখে তৃণমূলের নেতা থেকে শুরু করে জনপ্রতিনিধিরা অনেক হুমকি দিচ্ছেন। কিন্তু এবার সেই হুমকি নিয়ে প্রশ্ন আসতেই পাল্টা তৃণমূল বিধায়কের ক্ষমতা দেখতে চাইলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যেভাবে তিনি বিজেপি কর্মীদের জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন, তাতে তার একচুলও করার মত ক্ষমতা এই তৃণমূলের বিধায়কের নেই বলেই দাবি করলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক।