প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
আজ সকাল থেকেই গোটা দেশের নজর ছিল বিহারের নির্বাচনী ফলাফলের দিকে। বিরোধীরা ভোট থেকে শুরু করে আজ ফলাফল ঘোষণার আগে পর্যন্ত এমন একটা ভাব দেখাতে শুরু করেছিল, যেন তারা ক্ষমতা দখল করে ফেলেছে। তাদের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী কে হবে, সব ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত যে ফলাফল সামনে এলো, তা শুধু রেকর্ড নয়। বিরোধীরা যে এই ফলাফলের ফলে রীতিমত ধূলিসাৎ হয়ে গেল, তা বলার অপেক্ষা রাখে না। নীতিশ কুমারের দক্ষতা যেমন প্রমাণিত হলো, ঠিক তেমনই একক গরিষ্ঠ দলের পথে এখনও পর্যন্ত এগিয়ে রয়েছে বিজেপি। যার ফলে রীতিমত রেকর্ড জয়ের পথে হেঁটে প্রবল উচ্ছ্বাস শুরু হয়েছে এনডিএ শিবিরে।

সকাল থেকেই যে ট্রেন্ড সামনে এসেছিল, তাতেই বোঝা গিয়েছিল যে, বিহারে আবার ক্ষমতা দখল করতে চলেছে এনডিএ জোট। নীতিশ কুমারের দলের প্রতি যে সাধারণ মানুষ ভরসা রেখেছে, তা স্পষ্ট হয়ে গিয়েছে। যত বেলা বাড়তে শুরু করেছিল, ততই বিরোধীদের সঙ্গে দূরত্ব বাড়িয়ে ক্রমাগত ম্যাজিক ফিগারের দিকে এগিয়ে যাচ্ছিল জেডিইউ, বিজেপি তথা এনডিএ জোট। আর এবার দূরত্ব এতটাই বেড়ে গেল যে, বিরোধীরা রীতিমতো চোখে অন্ধকার দেখতে শুরু করেছে। মাথায় হাত পড়ে গিয়েছে বিরোধী নেতাদের, যারা এতদিন বিহারের ক্ষমতা দখল করার স্বপ্ন দেখতে শুরু করেছিলেন।

জানা গিয়েছে, এখনও পর্যন্ত যে ফলাফল সামনে এসেছে, তাতে ম্যাজিক ফিগার অতিক্রম করে ফেলেছে এনডিএ। বর্তমানে ১৮৯ টি আসনে এগিয়ে রয়েছে এনডিএ জোট। অন্যদিকে বিরোধী জোট এগিয়ে রয়েছে ৫০ টি আসনে। আর দুটি আসনের এগিয়ে রয়েছে অন্যান্যরা। তবে একক গরিষ্ঠ দল কে হবে, তা নিয়ে কখনও জেডিইউ আবার কখনও বিজেপির মধ্যে একটা ঠান্ডা লড়াই চলছে। এখনও পর্যন্ত একক গরিষ্ঠ দলের পথে এগিয়ে রয়েছে বিজেপি। শেষ পর্যন্ত কি ফলাফল আসে, তা দেখার পরেই গোটা বিষয়টি স্পষ্ট হয়ে যাবে। তবে এনডিএ যে এত ভালো ফলাফল করবে এবং রেকর্ড মার্জিনে সংখ্যাগরিষ্ঠতা ছাপিয়ে এগিয়ে যাবে, এটা হয়ত তারাও কল্পনা করতে পারেননি। তবে মানুষের ভরসা যে বিহারের নির্বাচনের ক্ষেত্রে নীতীশ কুমার এবং সর্বোপরি নরেন্দ্র মোদির পক্ষেই রয়েছে, তা এই ফলাফল আরও একবার প্রমাণ করে দিলো বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।