এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > সবং জয়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘ডবল’ অভিনন্দন জানাল বিজেপি

সবং জয়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘ডবল’ অভিনন্দন জানাল বিজেপি

সবং বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে জয়লাভের জন্য তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ডবল অভিনন্দন জানালেন বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়। রবিবার মুর্শিদাবাদের ফারাক্কায় এক প্রকাশ্য জনসভায় তিনি বলেন, আমাদের ভারতীয় জনতা পার্টির অন্যতম একটি মিশন হচ্ছে কংগ্রেস মুক্ত ভারত গঠন। সেই কংগ্রেসের একটা সিট ছিনিয়ে নিয়েছে তৃণমূল। সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি ডবল অভিনন্দন জানাচ্ছি। সবং বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী গীতা ভুঁইয়া বিপুল ব্যবধানে জয় হাসিল করেছেন। প্রসঙ্গত, এই আসনটি ছিল কংগ্রেসের শক্ত ঘাঁটি, কিন্তু সবং কেন্দ্রের দীর্ঘদিনের কংগ্রেস বিধায়ক মানস রঞ্জন ভূঁইয়া দলবদল করে তৃণমূল কংগ্রেসের টিকিটে রাজ্যসভার সাংসদ হওয়ায় ওই কেন্দ্রে উপনির্বাচন হয়। রাজ্যের শাসকদলের এই সাফল্যে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানিয়ে বিজেপি নেতা জয় ব্যানার্জী বলেছেন, তৃণমূলের এই জয়ের জন্য আমি আমার হৃদয় থেকে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানাব।
তাঁর মতে, বিধায়ক মানস ভুঁইয়ার দলবদলের ফলে সবং কেন্দ্রে তৃণমূলের জয় মানে ওই কেন্দ্রটি মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম-কংগ্রেসের থেকে ছিনিয়ে নিয়েছেন এবং জিতেছেন। দেশের ১৯টি রাজ্যে এখন সরকার পরিচালনা করছে বিজেপি। পঞ্জাব ছাড়া সর্বত্রই জয় হাসিল করেছে গেরুয়া বাহিনী। এমনকি বিহারে লালু-নীতিশ জোট ভেঙ্গে রাজনৈতিক চালে সেখানেও সরকার গঠন করেছে বিজেপি। আবার ঘাসফুলের রাজত্বে সংগঠন অনেকটাই আলগা হয়েছে কংগ্রেসের। বিজেপির দাবি, এদিনের জয় বন্দ্যোপাধ্যায়ের সভায় কংগ্রেস এবং তৃণমূল থেকে ৩৫০ জন কর্মী-সমর্থক বিজেপির পতাকাতলে আসেন। জয় বন্দ্যোপাধ্যায় তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!