প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যে কয়লা, বালি থেকে শুরু করে প্রাকৃতিক যে সমস্ত সম্পদ রয়েছে, তাকেও ধ্বংস করে দিচ্ছেন তৃণমূল নেতারা। জল, জঙ্গল সমস্ত কিছুকে কি করে বেঁচে দেওয়া যায়, কি করে তার থেকে কাটমানি তোলা যায়, তার চেষ্টাতেই ব্যস্ত থাকেন তৃণমূলের নেতা-মন্ত্রীরা। বিভিন্ন সময় বিভিন্ন তথ্য দিয়ে এই অভিযোগ করতে দেখা যায় বর্তমান বিরোধী দল বিজেপি এবং তাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। তবে এবার রতুয়ার তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে উঠেছে ভয়ংকর অভিযোগ। যেখানে সমবায়ের জমি বিক্রি করে দেওয়ার মত অভিযোগে রীতিমত শোরগোল পড়ে গিয়েছে। আর সেই বিষয়েই প্রতিক্রিয়া দিতে গিয়ে পাল্টা তৃণমূলকে খোঁচা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।

এই রাজ্যের বুকে তৃণমূল সরকারের আমলে সবথেকে বেশি দুর্নীতি সামনে এসেছে। নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে আন্দোলন করছে বিজেপি। মাঝেমধ্যেই তারা দাবি করেন যে, সমস্ত প্রাকৃতিক সম্পদকেও ধ্বংস করে দিচ্ছে তৃণমূল কংগ্রেস। আর এসবের মধ্যেই মালদহের রতুয়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে সমবায়ের জমি বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে। আর সেই বিষয়েই প্রতিক্রিয়া দিতে গিয়ে সমস্ত কিছু বেচাই যে তৃণমূলের একমাত্র কাজ, তা উল্লেখ করে আরও এক তথ্য ফাঁস করে দিলেন সুকান্ত মজুমদার।

 

 

 

এদিন সাংবাদিকদের মুখোমুখি হন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। আর সেখানেই রতুয়ার তৃণমূল বিধায়কের বিষয়ে তাকে প্রশ্ন করা হয়। আর সেই ব্যাপারে প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি বলেন, “দেখুন এর মধ্যে দুটো বিষয় আছে। তৃণমূল বিধায়ক যদি জমি বিক্রি করে থাকেন, তাহলে তো উনি সার্থক কাজ করেছেন। বেচাই তো ওদের কাজ। সুতরাং যে যা পারছে, বেচবে। এর মধ্যে তো নতুন কিছু নেই। পুরোটাই একটাই মল। এখানেই সবকিছু পাবেন। আর দ্বিতীয় একটা হতে পারে, রতুয়াতে একটা চক্রান্ত চলছে, সমরবাবুকে সরিয়ে অন্য কাউকে দাঁড় করানোর জন্য। সেই রকম কোনো বিষয় আছে কিনা, সেটা তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতারা বলতে পারবে।”