প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যের শাসক দলের নেতারা এসআইআর হওয়ার পরে যেভাবে এই রাজ্য থেকে প্রচুর অবৈধ বাংলাদেশি এবং অনুপ্রবেশকারীরা ওপারে ফিরে যেতে শুরু করেছেন, তারপর তারা সীমান্তে অনুপ্রবেশ নিয়ে কেন্দ্রকে দোষারোপ করছেন। বরাবরই তারা কেন্দ্রের ঘাড়ে দায় চাপাতে ব্যস্ত থাকেন। আর এই রাজ্যে যে অনুপ্রবেশকারীতে ভরে গিয়েছে, বিজেপির সেই দাবি সত্যি করে এখন চোখের সামনে দেখা যাচ্ছে যে, প্রচুর অবৈধ বাংলাদেশি সীমান্তে বসে রয়েছেন ওপারে যাওয়ার জন্য। আর সেই বিষয় নিয়ে তৃণমূল নেতাদের প্রশ্ন করা হলেই তারা কেন্দ্রকে কটাক্ষ করে বলছেন, সীমান্তে অনুপ্রবেশ আটকানোর দায়িত্ব বিএসএফের, তারা সেই দায়িত্ব সামলাতে ব্যর্থ হয়েছেন। তবে তৃণমূলের নেতাদের সেই বক্তব্যকে চ্যালেঞ্জ করে তাদের পাল্টা সাত দিন বর্ডার পাহারা দেওয়ার কথা বললেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।

ইতিমধ্যেই রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হতে সীমান্তে এক অন্য চিত্র সামনে আসছে। যেখানে দেখা যাচ্ছে যে, সীমান্তে প্রচুর মানুষ ভিড় করেছেন। যেখানে তারা এতদিন অবৈধভাবে এই রাজ্যে বাস করছিলেন, তারা এখন এসআইআর হওয়ার পরে ওপারে ফিরে যেতে শুরু করেছেন‌। আর এই চিত্র সামনে আসার পরেই রাজ্যের শাসক দল যে এতদিন অনুপ্রবেশ কারীদের দিয়ে এই রাজ্য ভরিয়ে রেখেছে, সেই ব্যাপারে পাল্টা দাবি করে তৃণমূলকে চাপে ফেলে দিচ্ছে বিজেপি। তবে তৃণমূল নেতারা আবার পাল্টা দাবি করছেন, সীমান্ত রক্ষা করার দায়িত্ব বিএসএফের। তারা সেই দায়িত্ব পালন করতে পারেননি বলেই এই অনুপ্রবেশকারীরা এপারে এসেছেন। তবে তৃণমূল নেতাদের সেই বক্তব্যকেই এবার চ্যালেঞ্জের মুখে ফেলে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।

এদিন অনুপ্রবেশ নিয়ে তৃণমূল নেতাদের বক্তব্যকে পাল্টা চ্যালেঞ্জ করেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি বলেন, “আমি তৃণমূল নেতাদের প্রশ্ন করতে চাই, বর্ডারে ধরুন রামচন্দ্র খুন করে দিলো রহিম চন্দ্রকে। গ্রেপ্তার কে করবে? পুলিশ করবে, না বিএসএফ করবে? গ্রেপ্তার পুলিশ করবে। তার মানে কি? আইনশৃঙ্খলা কার অধীনে? আপনি প্রায় ৫০০ কিলোমিটার ফাঁকা রেখেছেন। আমি তো কুনাল ঘোষ সহ তৃণমূল কংগ্রেসের নেতাদের চ্যালেঞ্জ করছি, আসুন আপনারা সাত দিন পাহারা দিন দেখি। আমি পাঁচবার ওপারে যাব, আবার আসব ওই ফাঁকা জায়গা দিয়ে। সাতদিনে কম করে পাঁচ বার যাব এবং আসব, ধরতে পারেন কিনা দেখব। ৩০০ কিলোমিটারের বেশি জায়গা আপনি ফাঁকা রেখে দিয়েছেন। জায়গা দেননি। এরা বর্ডার সম্পর্কে জানে না, অভিজ্ঞতা নেই।”