প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যে নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে কয়লা, বালি বিভিন্ন ক্ষেত্রে যে দুর্নীতির গন্ধ পাওয়া যাচ্ছে, সেই সব জায়গায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত করছে। কিন্তু নিটফল জিরো বলে অনেকেই হতাশা প্রকাশ করছেন যে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ওপরে মানুষের এত ভরসা ছিল, তারা কেন সঠিকভাবে কাজ করছে না? কেন তারা আসল মাথাদের এখনও পর্যন্ত ধরতে পারছে না? নাকি ইচ্ছাকৃতভাবেই তারা ধরছে না? এই সমস্ত প্রশ্ন বিভিন্ন মহলে রয়েছে। এমনকি বিজেপি নেতারাও বিভিন্ন সময়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়ে যে তারা খুব একটা খুশি নয়, তা ঘুরিয়ে বুঝিয়ে দিয়েছিলেন। আর এসবের মধ্যেই আজ সকাল থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় কয়লাকাণ্ডে তল্লাশি চালায় ইডি। তবে এই তল্লাশি প্রক্রিয়া নিয়ে মাথা ঘামাতে রাজি নন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উল্টে ভাইপোর নাম করে এবার ভেতরে ঢোকানো উচিত বলেই দাবি করলেন তিনি।
এই রাজ্যের বুকে দীর্ঘদিন ধরেই বিভিন্ন দুর্নীতির ঘটনায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তল্লাশি চালাচ্ছে। বিভিন্ন সময় তারা বিভিন্নজনকে ডেকে পাঠিয়েছে। তবে এই ডাকাডাকি দেখতে দেখতে যে রাজ্যের মানুষ থেকে শুরু করে বিরোধী দল পর্যন্ত বিরক্ত হয়ে উঠেছেন, তা বলার অপেক্ষা রাখে না। কেননা বিজেপি নেতারাও এখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়ে অনেক সময় প্রশ্ন তুলে ফেলছে। বোঝানোর চেষ্টা করছেন যে, ডাকাডাকি করে আর সময় নষ্ট করলে হবে না। এবার যে তথ্য প্রমাণ রয়েছে, তার ভিত্তিতে আর আসল মাথাদের গারদের ভেতরে ঢোকাতে হবে। আর সেই কথাই উল্লেখ করে কয়লা কাণ্ড নিয়ে যখন ইডির তল্লাশি চলছে, তখন বড় দাবি করে বসলেন শুভেন্দু অধিকারী।
এদিন কলকাতা সহ গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় কয়লা কাণ্ড নিয়ে ইডির যে তল্লাশি, সেই বিষয়ে শুভেন্দুবাবুকে প্রশ্ন করা হয়। আর সেই ব্যাপারে প্রতিক্রিয়া দিতে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, “খুবই দরকার। কয়লা কান্ড তো চলছে। পশ্চিমবঙ্গেও চলছে। সব থেকে বড় বেনিফিশিয়ারির নাম, ভাইপো। ওইসব তল্লাশিতে আমরা বিশ্বাস করি না। ওই সব করে কি হবে? ধরে ঢুকিয়ে দিন।”