প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যের শাসকদলের ঘরের খবর খুব ভালো মতই জানেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাই তৃণমূলের কোনো নেতা কখনও বিজেপি বা তাকে উদ্দেশ্য করে কোনো আক্রমণ করলেই পাল্টা মুখের মত জবাব দেন রাজ্যের বিরোধী দলনেতা। যার ফলে তৃণমূলের সেই নেতা আরও অস্বস্তিতে পড়ে যান। বর্তমানে রাজ্য রাজনীতি উত্তাল এসআইআরকে কেন্দ্র করে। তৃণমূল এর প্রবল বিরোধীতা করছে। আর এসবের মধ্যেই সেই এসআইআরের বিরুদ্ধে মন্তব্য করতে গিয়ে বহিরাগত ইস্যুতে বিজেপিকে চাপে ফেলে দেওয়ার চেষ্টা করেছিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। কিন্তু এবার সৌগত রায়কেই পাল্টা চাপে ফেলে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
বর্তমানে গোটা রাজ্য জুড়ে এসআইআর যেভাবে চলছে, তাতে তৃণমূল যে অত্যন্ত আতঙ্কিত হতে পড়েছে, সেই ব্যাপারে নিশ্চিত বিরোধীরা। তাই তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে, তৃণমূল খুব ভালোমতই জানে, এসআইআর হলে প্রচুর অবৈধ ভোটারের নাম বাদ যাবে। আর তাদের নাম বাদ গেলে তৃণমূলের ক্ষমতায় টিকে থাকা হবে না জন্যেই তারা আতঙ্কগ্রস্ত হয়ে এর বিরোধিতা করতে শুরু করেছে। আর এসবের মধ্যেই তৃণমূল সাংসদ সৌগত রায় বিজেপিকে কটাক্ষ করে একটি মন্তব্য করেছেন। যেখানে তিনি দাবি করেছেন, বহিরাগতকে এনেছে বিজেপি। বর্তমানে প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী আবার ডেইলি প্যাসেঞ্জারি শুরু করেছেন। বহিরাগতকে যখন বিজেপি এনেছে, তখন তারাই আবার কেন বহিরাগতর কথা বলছেন? তবে সৌগতবাবুর এই ধরনের মন্তব্যে যে কোনো গুরুত্ব নেই, তা পাল্টা প্রতিক্রিয়া দিয়ে বুঝিয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা। শুধু তাই নয়, বিজেপিকে আক্রমণ করার আগে তার সঙ্গে মদন মিত্রের যে দ্বন্দ্ব রয়েছে, সেটা আগে এই বর্ষীয়ান তৃণমূল সাংসদ সামাল দিন বলেও তার অস্বস্তি বাড়িয়ে দিলেন শুভেন্দু অধিকারী।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানেই সৌগত রায়ের এসআইআর এবং বহিরাগত নিয়ে বিজেপিকে আক্রমণ প্রসঙ্গে শুভেন্দুবাবু বলেন, “উনি ভালো করে ডাক্তার দেখান। ভীষণ অসুস্থ। উনি অনেকদিন ধরে অসুস্থ হয়ে রয়েছেন। আর উনি মদন মিত্রকে আগে সামলান। তারপর বিজেপির কথা বলবেন।”