প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এসআইআরের আতঙ্কে তৃণমূল কোথায় কি বলছে, তা কি তারা নিজেরাও বুঝতে পারছে না? আসলে অবৈধ ভোটারদের নাম বাদ যাওয়ার আতঙ্কে এখন তৃণমূল এমন কিছু মন্তব্য করতে শুরু করেছে, যার ফলে তারাই আরও হাসির পাত্র হয়ে যাচ্ছে সকলের কাছে। আর এর মধ্যেই তৃণমূল সাংসদ মিতালী বাগের রাজা রামমোহনের রায়ের বিরুদ্ধে সংস্কার আন্দোলনের বিষয়টি নিয়ে রীতিমত হইচই পড়ে গিয়েছে বিভিন্ন মহলে। একজন তৃণমূল সাংসদ কি করে একজন মহান মনীষীর বিরুদ্ধে আন্দোলন করতে পারেন? এর মাধ্যমে তিনি কিই বা বোঝাতে চাইছেন! এই সমস্ত বিষয় নিয়ে যখন বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, ঠিক তখনই গোটা বিষয়টি যে স্লিপ অফ টার্ম হয়েছে, তা বুঝিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। অর্থাৎ বিরোধীতা করার জন্য সব সময় যে বিরোধিতা করতে হবে, তেমন অন্তত রাজ্যের বিরোধী দলনেতা এক্ষেত্রে করেননি। তবে এই সমস্ত বিষয় তৃণমূল করছে, তার একটাই কারণ, তাদের মাথার ঠিক নেই। তারা আতঙ্কে পড়ে গিয়েছে এসআইআরের। আর সেই কারণেই তারা কখন কি বলছে, তা তারা নিজেরাও জানে না। যার ফলে তাদের আতঙ্কগ্রস্ত হয়ে এইরকম বিষয় সামনে আসছে বলেই বুঝিয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা।

ইতিমধ্যেই তৃণমূল সাংসদ মিতালী বাগের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট সামনে এসেছে। যেখানে দেখা যাচ্ছে যে, রাজা রামমোহন রায়ের বিরুদ্ধে নাকি সংস্কার আন্দোলন করবেন। স্বাভাবিকভাবেই তিনি এমন মনীষীর বিরুদ্ধে কি করে সংস্কার আন্দোলন করবেন? এমন কথা তিনি বলতে পারলেন কি করে? আর সেই কথা শুনেই হেসে ফেললেন শুভেন্দু অধিকারী। তবে এটা যে সেই তৃণমূল সাংসদ ইচ্ছাকৃত বলেননি, এসআইআরের আতঙ্কে পড়ে তৃণমূলের নেতা-নেত্রীদের যে মাথা ঠিক নেই এবং তার ফলেই যে তারা এই ধরনের মন্তব্য করে বসছেন, পাল্টা প্রতিক্রিয়া দিতে গিয়ে তা বুঝিয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা।

এদিন এই বিষয়ে শুভেন্দুবাবুকে একটি প্রশ্ন করা হয়। আর সেই ব্যাপারে প্রতিক্রিয়া দিতে গিয়ে প্রথমেই হেসে ফেলেন তিনি। পরবর্তীতে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, “আমি খুব পরিষ্কার ভাবে বলছি, এটা ওনার স্লিপ অব টার্ম হয়েছে। সব সময় এভাবে বলি না। কিন্তু এদের এটা হওয়া স্বাভাবিক। কারণ তৃণমূলের কোনো লোকেরই মাথার ঠিক নেই। এসআইআর, ভুয়ো ভোট, মৃত ভোট, আর এত ছবি আপনারা দেখাচ্ছেন, বাংলাদেশী মুসলমানরা পালাচ্ছে। হাকিমপুর দিয়ে পালাচ্ছে, বসিরহাট দিয়ে পালাচ্ছে, পেট্রাপোল দিয়ে পালাচ্ছে। পুরো দেখার পরে বলছে যে, এই লোকগুলো যদি চলে যায় তাহলে প্রাক্তন হবো। আর মিতালী বাগ তো জেতেনি। ডিএম, এসপি ওখানে ওকে জিতিয়েছে। আর এটা স্লিপ অফ টার্ম। ভয়ে, আতঙ্কে আছে। তাই এসব বলছে।”