প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- নিয়োগ দুর্নীতি মামলায় ঘটা করে একাধিক গ্রেপ্তার হয়েছিল অনেক বড় বড় মাথাকে গ্রেপ্তার করেছিলো তদন্তকারী সংস্থা। কিন্তু বর্তমানে যা দেখা যাচ্ছে, তাতে তার মধ্যে সিংহভাগই ছাড়া পেয়ে যাচ্ছে। তবে আইনি প্রক্রিয়ায় একটা সময় গিয়ে জামিন হবে, এটা অত্যন্ত স্বাভাবিক বিষয়। কিন্তু তাই বলে মামলা শেষ হয়ে যাবে বা তিনি নির্দোষ হিসেবে সমাজের কাছে নিজেকে প্রতিষ্ঠিত করবেন, এমনটা নয়। কিছুদিন আগেই এই রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জামিন পেয়ে গিয়েছিলেন। যার ফলে অনেকেই সেটিংয়ের অভিযোগ সামনে এনেছিলেন। আর এবার নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়া কালীঘাটের কাকু বলে পরিচিত সুজয়কৃষ্ণ ভদ্রকে নিয়েও কলকাতা হাইকোর্টের বড় নির্দেশ চলে এলো।
নিয়োগ দুর্নীতি মামলায় প্রথম দিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্ত নিয়ে অনেকে খুশি হলেও, যত সময় যাচ্ছে, ততই তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। অনেকেই বলতে শুরু করেছেন যে, একের পর এক ব্যক্তি যেভাবে ছাড়া পেয়ে যাচ্ছে, তাতেই তো বোঝা যাচ্ছে যে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সঠিক তথ্য প্রমাণ দিতে পারছে না। যার ফলে তারা গারদে না থেকে এখন মুক্ত হয়ে যাচ্ছেন। অনেকে আবার সেটিংয়ের অভিযোগ তুলছেন। আর এসবের মধ্যেই আজ কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে নিয়োগ দুর্নীতি মামলায় কালীঘাটের কাকু বলে পরিচিত সুজয়কৃষ্ণ ভদ্রের জামিন মঞ্জুর করা হলো। শর্তসাপেক্ষে তার জামিনের কথা জানিয়ে দিয়েছে আদালত।
বলা বাহুল্য, ইতিমধ্যেই নিয়োগ দুর্নীতি মামলায় অনেকে জামিন পেয়ে গিয়েছেন। তবে আগেই ইডির মামলায় জামিন পেয়ে গিয়েছিলেন এই সুজয়কৃষ্ণ ভদ্র। দীর্ঘদিন ধরে অন্তর্বর্তী জামিনে ছিলেন তিনি। আর এবার সিবিআইয়ের মামলাতেও তার জামিন মঞ্জুর করলো কলকাতা হাইকোর্ট। তবে জামিন পেলেও বেশ কিছু শর্ত আরোপ করা হয়েছে আদালতের পক্ষ থেকে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।