প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
কিছুদিন আগেই খবর আসে যে, ডিসেম্বর মাসেই রাজ্যে হতে চলেছে ৫ লক্ষ কন্ঠে গীতা পাঠের অনুষ্ঠান। আর বিধানসভা নির্বাচনের আগে এই কর্মসূচি কে বা কারা করছে, তা নিয়ে বিভিন্ন মহলে গুঞ্জন তৈরি হয়। তবে এটা যে কোনো রাজনৈতিক দলের কর্মসূচি নয়, সমস্ত হিন্দু সনাতনীদের যে এই কর্মসূচিতে আমন্ত্রণ রয়েছে, তা বলার অপেক্ষা রাখে না। এর আগে ২০২৪ এর লোকসভা নির্বাচনের প্রাক্কালে ব্রিগেডে ১ লক্ষ কন্ঠে গীতা পাঠের আয়োজন করা হয়েছিল। আর এবার ২০২৬ এর বিধানসভা নির্বাচনের আগে সনাতন সংস্কৃতি সংসদের পক্ষ থেকে ৫ লক্ষ কন্ঠে গীতা পাঠের এই জমকালো আয়োজন ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

হাতে আর মাত্র একটি দিন রয়েছে। তারপরেই ঐতিহাসিক সন্ধিক্ষণের মুখোমুখি হতে চলেছে গোটা বাংলা। এর আগে ১ লক্ষ কন্ঠে ব্রিগেডে গীতা পাঠের অনুষ্ঠান হয়েছিল। কিন্তু এবার সেই পরিসর আরও বৃদ্ধি করে প্রায় ৫ লক্ষ কন্ঠে গীতা পাঠের আয়োজন করা হয়েছে। আর সনাতন সংস্কৃতি সংসদের পক্ষ থেকে এই বড় মাপের আয়োজনকে সফল করতে ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছেন হিন্দু সনাতনীরা।

জানা গিয়েছে, রবিবার ব্রিগেডে এই ৫ লক্ষ কন্ঠে গীতা পাঠের আয়োজনের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। যেখানে প্রচুর সাধুসন্তরা উপস্থিত থাকবেন। এছাড়াও অতিথিদের জন্য তৈরি করা হয়েছে তিনটি মঞ্চ। সনাতন সংস্কৃতি পরিষদের পক্ষ থেকে আশা করা হচ্ছে যে, তারা সংখ্যাটা হয়ত ৫ লক্ষ কন্ঠে গীতা পাঠেরা আয়োজনের কথা বলছেন। কিন্তু যেভাবে হিন্দু জাগরণ হচ্ছে, তাতে এই সংখ্যা অনেকটাই ছাড়িয়ে যেতে পারে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।