প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
আজ এক ঐতিহাসিক সন্ধিক্ষণের মুখোমুখি হয়েছে গোটা বাংলা। জেগে উঠেছে হিন্দু সনাতনীরা। সকাল থেকেই উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। লক্ষ লক্ষ মানুষের জনসমাবেশে গীতা পাঠ হচ্ছে। আর একদম শুরুতেই মূল মঞ্চের সামনে অনুষ্ঠিত হলো ধুনুচি নাচ।
ইতিমধ্যেই কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রচুর মানুষের জনসমাগম লক্ষ্য করা যাচ্ছে। বলা হয়েছিল যে, ৫ লক্ষ কন্ঠে গীতা পাঠের আয়োজন করা হবে। কিন্তু সেই সংখ্যা ছাড়িয়ে গিয়েছে বলেই মনে করছেন উদ্যোক্তারা। যে বাংলায় বর্তমানে উগ্র মৌলবাদের সৃষ্টি হতে দেখা যাচ্ছে, যে বাংলাকে টার্গেট করা হচ্ছে, সেই বাংলায় সনাতনী জাগরণ এবং এই পাঁচ লক্ষ কন্ঠে গীতা পাঠ এক অনন্য দৃশ্য বলেই মনে করছেন হিন্দু সনাতনীরা।
ইতিমধ্যেই প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে মূল অনুষ্ঠানের সূচনা হয়ে গিয়েছে। সমাজের বিভিন্ন স্তরের মানুষরা এই কর্মসূচিতে এসে অংশ নিয়েছেন। রাজ্যের মুখ্যমন্ত্রীকেও এই কর্মসূচিতে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু এখনও পর্যন্ত তিনি এসে উপস্থিত হননি। আর মূল অনুষ্ঠান শুরু হওয়ার আগেই মূল মঞ্চের নিচে এক সাধুকে ধুনুচি নাচের মধ্যে দিয়ে এই অনুষ্ঠানের গরিমা আরও বৃদ্ধি করতে দেখা গেল। আর এক দিকে খোল করতাল, হরিবোল ধ্বনি, গীতা পাঠের আয়োজন, আর অন্যদিকে এই ধুনুচি নাচে জমজমাট হয়ে উঠেছে ব্রিগেড ময়দান।