প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
বর্তমানে পশ্চিমবঙ্গে যেভাবে কিছু উগ্র মৌলবাদী আগ্রাসন শুরু হয়েছে। যেভাবে পশ্চিমবঙ্গের মাটিতে একটি নির্দিষ্ট সম্প্রদায়কে তোষন করার রাজনীতি দেখতে পাওয়া যাচ্ছে, তাতে যদি হিন্দুরা একত্রিত না হয়, তাহলে আগামী দিনে বাংলার মাটিতে যে বড় বিপদ আসতে চলেছে, তা বলার অপেক্ষা রাখে না। আর পশ্চিমবঙ্গে যদি হিন্দুরা একত্রিত না হতে পারে, যদি হিন্দুরা এখানে সংঘবদ্ধ হতে না পারে, তাহলে ভারতবর্ষের হিন্দুত্ব যে নষ্ট হবে, বাংলা ছাড়া যে ভারত নয়, তা অতীতে অনেক বড় বড় ব্যক্তিত্বের মুখে শোনা গিয়েছে। আর এবার ৫ লক্ষ কন্ঠে গীতা পাঠের মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে বাংলা ঐক্যবদ্ধ হলেই ভারত হিন্দু রাষ্ট্রের পরিণত হবে বলে বড় মন্তব্য করলেন বাগেশ্বর ধামের প্রধান পুরোহিত ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী।
গতকাল এই পশ্চিমবঙ্গের মাটিতে এক ঐতিহাসিক সন্ধিক্ষণ তৈরি হয়েছে। যেখানে কিছু মানুষ বাবরের নামে মসজিদ তৈরি করার চেষ্টা করলেও, হিন্দুরা নিজেদের শক্তি দেখিয়েছে। হিন্দুরা প্রমাণ করে দিয়েছে যে, তারাও কতটা সংঘবদ্ধ। প্রায় ৫ লক্ষ কন্ঠে ব্রিগেডের ময়দানে হয়েছে গীতা পাঠ। আর সেই মঞ্চ থেকেই বক্তব্য রাখতে গিয়ে ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্রে পরিণত করার আহ্বান জানালেন বাগেশ্বর বাবা।
এদিন ব্রিগেডের মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে বাঘেশ্বর ধামের প্রধান পুরোহিত ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী বলেন, “প্রদেশ যখন এক হয়, তখন দেশ তৈরি হয়। তাই বাংলার হিন্দুদের উদ্দেশ্যে আমার বার্তা, আপনারা যখন এক হবেন, তখনই ভারত হিন্দুর রাষ্ট্রে পরিণত হবে।” অর্থাৎ এখনও কিছু হিন্দু, যারা সংখ্যালঘুদের তোষন করছে, তাদের দিকে রয়েছেন। তাই সেই সমস্ত হিন্দুদের মূল স্রোতে ফিরে এসে ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দিয়ে নিজের ধর্ম রক্ষা করার আহ্বান জানালেন ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী। যার ফলে এই রাজ্যের বুকে একটি রাজনৈতিক দলের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তারা সংখ্যালঘুদের তোষণ করছে। আর বিধানসভা নির্বাচনের আগে এই ৫ লক্ষ কন্ঠে গীতা পাঠের মঞ্চ থেকে হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দিয়ে কি ঘুরিয়ে সেই রাজনৈতিক দলকেই চাপে ফেলে দিলেন বাগেশ্বর ধামের প্রধান পুরোহিত? চর্চা চলছে রাজনৈতিক মহলে।