প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
যে বাংলাকে তৃণমূল ক্ষমতায় এসে আরও অধঃপতনের দিকে নিয়ে গিয়েছে, সেই তৃণমূলের হঠাৎ করেই বোধোদয় হয়েছে। খোঁচা দিয়ে তেমনটাই বেলছে বিরোধীরা। কেন বলছে? তার কারণটা হচ্ছে, সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত বন্দেমাতরম সংগীতের ১৫০ তম বর্ষপূর্তি উপলক্ষে বক্তব্য রাখেন। আর সেখানেই তিনি একবার বঙ্কিমদা বলে সম্বোধন করেন। আর তাতেই আপত্তি তুলেছে তৃণমূল কংগ্রেস। পরবর্তীতে নিজের ভুল শুধরে নিয়ে বঙ্কিমবাবু মন্তব্য করেন নরেন্দ্র মোদী। কিন্তু তাতেও তৃণমূল থামছে না। এখন তারা বিজেপি বাংলা এবং বাঙালি বিরোধী বলে লাগাতার প্রচার করে চলেছে। আর সেই বিষয় নিয়েই এবার তৃণমূলের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রতি হঠাৎ এত মায়া মমতা কেন, তা নিয়ে প্রশ্ন তুলে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।
গতকাল থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই “বঙ্কিমদা” সম্বোধন নিয়ে ময়দানে নেমে পড়েছে গোটা তৃণমূল কংগ্রেস। সামনেই বিধানসভা নির্বাচন। তারা এমনিতেই বিজেপিকে বাংলা বিরোধী দল বলে। আর প্রধানমন্ত্রী প্রথমে বঙ্কিমদা বলে সম্বোধন করলেও পরবর্তীতে নিজের ভুল শুধরে নিয়েছেন, তারপরেও তৃণমূল একটা নোংরা রাজনীতি করার চেষ্টা করছে বলেই অভিযোগ বিজেপির। লাগাতারভাবে প্রধানমন্ত্রীর বঙ্কিমদা সম্বোধন বিষয়টিকে সামনে এনে তৃণমূল প্রচার করার চেষ্টা করছে যে, বিজেপি বাংলা ও বাঙালি বিরোধী। আর সেই বিষয় নিয়ে এবার প্রতিক্রিয়া দিতে গিয়ে রাজ্যের শাসক দলকে কড়া ভাষায় আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। আর সেখানেই তিনি বলেন, “তৃণমূল কংগ্রেস একটি বক্তব্যকে নিয়ে যেভাবে জলঘোলা করার চেষ্টা করছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে নিয়ে তৃণমূল কংগ্রেসের এত মায়া, মমতা কোথা থেকে হলো? কি করেছে? বন্দেমাতরমের ১৫০ বছরেও কিছু করেনি। আমি উড়িষ্যা গেছিলাম। সেখানে উড়িয়া রাজ্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রতি সম্মান জানিয়ে বড় বড় কাট আউট দেখেছি। অথচ পশ্চিমবঙ্গে যখন নামলাম, তখন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছবি কোথাও নেই। শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখলাম, অন্য বিষয় নিয়ে। বন্দেমাতরমের ১৫০ বছর নিয়ে পশ্চিমবঙ্গের কোথাও কোনো কিছু উদযাপন হয়নি। এখন হঠাৎ করে বঙ্কিমবাবুকে মনে পড়েছে?”