এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > সব্যসাচী দত্তকে কি ‘ছাঁটার’ প্রক্রিয়া শুরু হয়ে গেলো শাসকদলে? জল্পনা তীব্র

সব্যসাচী দত্তকে কি ‘ছাঁটার’ প্রক্রিয়া শুরু হয়ে গেলো শাসকদলে? জল্পনা তীব্র

কয়েকদিন আগেই বিরোধীদের সুরে সুর মিলিয়ে বিধাননগরের মেয়র তথা তৃণমূলের বিধায়ক সব্যসাচী দত্ত ডিএ নিয়ে নিজের দলের বিরুদ্ধেই তীব্র ক্ষোভ উগরে দেন প্রকাশ্য সভা থেকে। তারপর থেকেই রাজনৈতিক গুঞ্জন বাড়ছিল, এবার কি তাহলে দলের সঙ্গে ‘দূরত্ত্ব’ তৈরি হচ্ছে একদা মুকুল রায়ের অনুগামী বলে পরিচিত সব্যসাচী দত্তের। গুঞ্জন আরো তীব্র হয় যখন মুকুল রায় স্বয়ং সাব্যসাচীবাবুকে সরাসরি সমর্থন করে বসেন।
এদিকে সূত্রের খবর দুদিন আগে দলের মধ্যেই সাব্যসাচীবাবুর বিরোধী বলে পরিচিতদের নিয়ে বিকাশভবনে ‘গোপন’ বৈঠক করেন রাজ্যের শিক্ষামন্ত্রী তথা দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। এই ‘বিরোধীদের’ মধ্যে ছিলেন স্থানীয় বিধায়ক সুজিত বসু, সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়, মেয়র পারিষদ রাজেশ চিরিমার, সুধীর সাহা এবং রহিমা বিবি। দীর্ঘদিন ধরেই সাব্যসাচীবাবুর বিরুদ্ধে অভিযোগ দলের একেবারে শীর্ষনেতৃত্ত্বের কানে পৌঁছেছে এবং তার পিছনে বিধাননগরের মেয়রের ‘বিরোধীদের’ হাতই আছে বলে গুঞ্জন। আর তাই হঠাৎ করে সব্যসাচী দত্তের ডিএ নিয়ে ‘বিস্ফোরণ’ আর তার পরেই এই ‘গোপন’ বৈঠক করে জল্পনা চরমে পৌঁছেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!