প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
২০২৬ এর বিধানসভা নির্বাচনের আগে একদিকে হিন্দুদের একত্রিত করার কাজ করছে বিজেপি। অন্যদিকে ধর্মনিরপেক্ষ রাজনীতি করার বার্তা দিয়ে একটি নির্দিষ্ট সম্প্রদায়কে তোষণ করার অভিযোগ উঠছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ইতিমধ্যেই মুর্শিদাবাদের বাবরি মসজিদের শিলান্যাস ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। তৃণমূল লোক দেখানো সাসপেন্ড করলেও, হুমায়ুন কবীরের পেছনে তাদের সমর্থন রয়েছে বলে খোঁচা দিচ্ছে বিজেপি নেতারা। আর তার মধ্যেই এবার রাম মন্দিরের দাবিতে খাস কলকাতার বুকে সল্টলেকে পড়ে গেল পোস্টার। যেখানে এক টাকা করে অর্থ সংগ্রহ করে এই রাম মন্দির তৈরি করার কথা জানানো হয়েছে।

২০২৬ এর নির্বাচনের সময় যত এগিয়ে আসছে, ততই মন্দির, মসজিদ নিয়ে রাজনীতি করার অভিযোগ উঠছে শাসক থেকে শুরু করে বিরোধী, দুই দলের বিরুদ্ধেই। তবে যে রাজ্যের বুকে হিন্দু সনাতনীরা নিরাপদ নয়, সেখানে হিন্দুদের নিরাপত্তার দাবিতে প্রতিনিয়ত আওয়াজ তুলছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রথমে বাবরের নামে মসজিদের শিলান্যাস, পরবর্তীতে কলকাতায় ব্রিগেড গ্রাউন্ডে হিন্দুদের ঐতিহাসিক সমাবেশ হয়েছে। যেখানে ৫ লক্ষ কন্ঠে গীতা পাঠের আয়োজন করা হয়েছিল। যদিও বা সেই গীতা পাঠের অনুষ্ঠানকে বিজেপির কর্মসূচি বলে মন্তব্য করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যা নিয়েও প্রশ্ন উঠেছে। আর তার মধ্যেই এবার রাম মন্দির চেয়ে বিজেপি নেতার নামে সল্টলেকে পড়তে দেখা গেল পোস্টার।

সূত্রের খবর, গতকাল সল্টলেকের বিধাননগরে রাম মন্দিরের দাবিতে একটি পোস্টার পড়েছে। যেখানে বিজেপি নেতার সঞ্জয় পয়রার নামে এই পোস্টার পড়তে দেখা গিয়েছে। মূলত, অযোধ্যায় যেভাবে রাম মন্দির হয়েছে, সেই আদলেই সল্টলেকে রাম মন্দিরের কথা জানানো হয়েছে এই পোস্টারে। যেখানে অর্থ সাহায্য হিসেবে সাধারণ মানুষের কাছ থেকে ১ টাকা করে সংগ্রহ করা হবে বলে খবর। সব মিলিয়ে ২০২৬ এর নির্বাচনের আগে খাস কলকাতার বুকে রাম মন্দিরের দাবিতে পোস্টার ঘিরে সরগরম রাজ্য রাজনীতি।